বিজ্ঞাপন

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ছুঁল, আক্রান্ত প্রায় ৩৫ হাজার

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ছুঁল। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত ১ হাজার জন মারা গিয়েছেন করোনায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ছুঁল। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত ১ হাজার জন মারা গিয়েছেন করোনায়। গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ২০ জন।

অন্য দিকে, রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে অত্যন্ত দ্রুত গতিতে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৯ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। তার মধ্যে কলকাতাতেই রয়েছেন ৪২৫ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছুঁইছুঁই। বুলেটিন অনুযায়ী, ৩৪ হাজার ৪২৭ জন এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন রাজ্যে। যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে ৩৫ হাজার ছাড়াতে খুব একটা দেরি নেই।

করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টায় যে ২০ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ৯ বাসিন্দা রয়েছেন। উত্তর ২৪ পরগনাতেও মারা গিয়েছেন ৬ জন। একই সঙ্গে হাওড়ায় ৩, হুগলি এবং পূর্ব বর্ধমানে ১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন।

প্রচুর মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি রাজ্যে সুস্থতার হারও কিন্তু কমছে। শতাংশের হিসেবে সংখ্যাটা ৬০.০৬। গত কয়েক দিনে এই হার বেশ খানিকটা কমেছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজার ৬৮০ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৭৪৯ জন। এখনও সক্রিয় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭৪৭। তার মধ্যে কলকাতারই রয়েছেন ৪ হাজার ৩০৪ জন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৬ লক্ষ ৪৯ হাজার ৯২৮টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৮৮টি টেস্ট হয়েছে। এ রাজ্যে ৫৮২টি সরকারি কোয়রান্টিন কেন্দ্র রয়েছে। সরকারি কোয়রান্টিন কেন্দ্র থেকে এখনও পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৯৯৯ জনকে ছাড়া হয়েছে। পাশাপাশি, ওই কেন্দ্রগুলিতে এখনও ৪ হাজার ৩৩ জন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

এক নজরে

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ছুঁল।
এখনও পর্যন্ত ১ হাজার জন মারা গিয়েছেন করোনায়।
গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ২০ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৯ জন আক্রান্ত হয়েছেন নতুন করে।
তার মধ্যে কলকাতাতেই রয়েছেন ৪২৫ জন।
সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪২৭ জন।
গত ২৪ ঘণ্টায় যে ২০ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ৯ বাসিন্দা রয়েছেন।
উত্তর ২৪ পরগনাতেও মারা গিয়েছেন ৬ জন।

একই সঙ্গে হাওড়ায় ৩, হুগলি এবং পূর্ব বর্ধমানে ১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন।
রাজ্যে সুস্থতার হার ৬০.০৬ শতাংশ।
এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজার ৬৮০ জন।
তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৭৪৯ জন।
এখনও সক্রিয় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭৪৭।
তার মধ্যে কলকাতারই রয়েছেন ৪ হাজার ৩০৪ জন।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৬ লক্ষ ৪৯ হাজার ৯২৮টি।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৮৮টি টেস্ট হয়েছে।

0
0

This post was last modified on July 15, 2020 8:00 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন