বিজ্ঞাপন

এজেসি বসু রোড উড়ালপুলে গাড়ি উল্টে জখম ২৯, বেপরোয়া গতিই কারণ

এজেসি বসু রোড উড়ালপুলে গাড়ি উল্টে বুধবার বিকেলে জখম হলেন ২৯ জন। বেপরোয়া গতির কারণেই টাটা ৪০৭ ওই গাড়িটি উল্টে গিয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: এজেসি বসু রোড উড়ালপুলে গাড়ি উল্টে বুধবার বিকেলে জখম হলেন ২৯ জন। বেপরোয়া গতির কারণেই টাটা ৪০৭ ওই গাড়িটি উল্টে গিয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জ ফাঁড়ির ৯/১ বামনপাড়ার বাসিন্দা গোলাপি মাহালি দিন দশেক আগে মারা যান। তাঁরই শ্রাদ্ধের কাজ ছিল এ দিন বাবুঘাটে। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ কড়েয়া থানা এলাকার ওই উড়ালপুল থেকে পার্ক সার্কাসমুখী লেন ধরে আসার সময়ে ছোট মালবাহী গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ির নীচে চাপা পড়ে যান অনেকে। গাড়িতে তখন পুরুষ, মহিলা যাত্রীদের পাশাপাশি কয়েকটি শিশুও ছিল। পুলিশ আহতদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

শ্রাদ্ধের কাজ সেরে ফেরার পথে এজেসি বসু রোড উড়ালপুলে গাড়ি উল্টে যায়। ওই গাড়িতে মাহালি পরিবারের অনেকে ছিলেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ২৯ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৪ জন মহিলা ছাড়াও চার জন শিশু। রাত পর্যন্ত সাত জনকে ওই হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তিকরা হয়েছে। তাঁদের নাম সমীর মাহালি, রিনা মাহালি, সিন্টু মাহালি, স্বপ্না মাহালি, রঞ্জিত রায়, ষষ্ঠী মাহালি। আর এক জনের নাম জানা যায়নি।

দুর্ঘটনাগ্রস্থ গাড়ির এক আহত যাত্রী বলেন, “গাড়ি প্রথম থেকেই খুব জোরে চালাচ্ছিল। কয়েক বার আস্তে চালাতে বলা হয়েছিল। কিন্তু চালক কোনও কথা শোনেননি।”

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on December 24, 2020 3:26 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন