বিজ্ঞাপন

রুপোর মুকুট মাথায় অনুব্রত, হুঁশিয়ারি: ‘ওদের ঠেঙিয়ে পগারপার করে দিন’

রুপোর মুকুট মাথায় অনুব্রত, হুঁশিয়ারি দিলেন ‘ওদের ঠেঙিয়ে পগারপার করে দিন’। এই ওদের মানে যে বিজেপি তা বুঝতে কারও বাকি থাকেনি।
বিজ্ঞাপন

রুপোর মুকুট মাথায় অনুব্রত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: রুপোর মুকুট মাথায় অনুব্রত, হুঁশিয়ারি দিলেন ‘ওদের ঠেঙিয়ে পগারপার করে দিন’। এই ওদের মানে যে বিজেপি তা বুঝতে কারও বাকি থাকেনি।

বীরভূমের নানুরের বাসাপাড়া কিসানমান্ডিতে শুক্রবার মিলনমেলা আর লোক উৎসবের সূচনা করতে গিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাউতি অনুব্রত মণ্ডল। সেই উৎসব মঞ্চ থেকেই নাম না করে বিজেপি-কে পগারপার করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। অনুব্রতর মাথায় তখন ২ কেজি ওজনের রুপোর মুকুট।


আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

মাথায় রুপোর মুকুট পরিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় মেলা কমিটির পক্ষ থেকে। মেলার উদ্বোধনী বক্তব্যের শুরুতেই তাঁকে বলতে শোনা যায়, ‘‘গ্রামের দিকে একটা ভাষা প্রচলিত আছে। ঠেঙিয়ে পগারপার কর। আমিও আপনাদের বলছি, ওদের ঠেঙিয়ে পগারপার করে দিন।’’ রুপোর মুকুট মাথায় অনুব্রত নাম না করে সদ্য বিজেপিতে যাওয়া তৃণমূলের প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, ‘‘নির্বাচন আসছে। অনেক হনু এক গাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছে। তাতে কিছু যায় আসে না।’’

বিজেপি-র জেলা কমিটির সদস্য বিনয় ঘোষ বলেন, ‘‘তৃণমূলের জেলা সভাপতির মুখে থেকে এর চেয়ে ভাল আর কী বা আশা করা যায়? উন্নয়নের টাকা আত্মসাত করে মুকুট ভেট দেওয়া হচ্ছে।’’ মেলা কমিটির পক্ষে কেরিম খান বলেন, ‘‘নিজেরা চাঁদা তুলে এই মুকুট গড়িয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতিকে।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on January 2, 2021 2:46 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন