বিজ্ঞাপন

Bowbazar মেট্রোর কারণে আবারও ফাটল বৌবাজারে

Bowbazar মেট্রোর কারণে আবারও ফাটল বৌবাজারের একাধিক বাড়িতে বুধবার সন্ধ্যার পর থেকে ফাটল দেখা দেয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফাটলও বাড়ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: Bowbazar মেট্রোর কারণে আবারও ফাটল বৌবাজারের একাধিক বাড়িতে বুধবার সন্ধ্যার পর থেকে ফাটল দেখা দেয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফাটলও বাড়ছে।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে একই রকম ভাবে ফাটল দেখা দেয় বৌবাজার এলাকার একাধিক বাড়িতে। সে বারও খালি করে দেওয়া হয় এলাকা। বাসিন্দাদারে উত্তর ও মধ্য কলকাতার একাধিক হোটেলে দিনের পর দিন কাটাতে হয়। এ দিন ঘটনার পর এলাকায় পৌঁছন কলকাতা মেট্রো এবং পুরসভার আধিকারিকরা। এলাকা ফাঁকা করানোর কাজ শুরু করে পুলিশ।

ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে। তিনি জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই দুর্গা পিতুরি লেনের প্রায় ৮-১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। এর পরেই আতঙ্কে ঘর ছাড়ে অনেক পরিবার। বিশ্বরূপ বলেন, ‘‘অন্তত ৮-১০টি বাড়িতে ফাটল ধরেছে সন্ধ্যার পর থেকে। অনেকেই ঘরছাড়া এখন। রাত্রিটুকু তাঁরা যাতে নিরাপদে কাটাতে পারেন, তার ব্যবস্থা করছি আমরা।’’

ঘটনাস্থলে পৌঁছন এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। তিনিও ওখানকার বাসিন্দাদের অন্যত্র সরানোর পরামর্শ দেন। তাঁদের রাতের খাবারের ব্যবস্থাও করেন। তিনি বলেন ‘‘ঘরছাড়ারা যাতে রাতটুকু শান্তিতে ঘুমোতে পারেন, সেই চেষ্টাই করছি। ওঁদের জন্য খাবারদাবারের ব্যবস্থাও করা হচ্ছে।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে


জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)

0
0

This post was last modified on May 12, 2022 3:26 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন