বিজ্ঞাপন

উচ্চমাধ্যমিকের ফলেও জেলার আধিপত্য

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতেই দেখা গেল ফের জেলার আধিপত্য। সঙ্গে চমকও। বহু বছর পর ফের এ বার কলা বিভাগ থেকে উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে এক পড়ুয়া।

মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রথম স্থান দখলে রাখল উত্তরবঙ্গ। মাধ্যমিকে প্রথম হয়েছিল কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির পড়ুয়া সায়ন্তনী দেবনাথ। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। গ্রন্থন কলা বিভাগের ছাত্র। ৫০০-র মধ্যে সে পেয়েছে ৪৯৬।

দ্বিতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিলটন হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ঋত্বিককুমার সাহু। ৫০০-র মধ্যে সে পেয়েছে ৪৯৩।

মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া উচিত

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শুক্রবার সকাল ১০টা নাগাদ সাংবাদিক বৈঠক করে এ বারের পরীক্ষার ফল প্রকাশ করে। পাশাপাশি তারা প্রথম দশ জনের মেধাতালিকাও প্রকাশ করেছে। ফল প্রকাশের পর দেখা যায়, পাশের হার ৮৩.৭৫ শতাংশ। মেধা তালিকায় প্রথম দশে আছে ৮০ জন ছাত্রছাত্রীর নাম রয়েছে। তার মধ্যে কলকাতার মাত্র ৯ জন। বাকি ৭১ জনই জেলার ছাত্রছাত্রী।

প্রথম: গ্রন্থন সেগুপ্ত, প্রাপ্ত নম্বর ৪৯৬

দ্বিতীয়: ঋত্বিককুমার সাহু, প্রাপ্ত নম্বর ৪৯৩

তৃতীয়:  তিমিরবরণ দাস ও শাশ্বত রায়, প্রাপ্ত নম্বর ৪৯০

চতুর্থ: জয়দীপ ভৌমিক, অন্বয় চট্টোপাধ্যায়, সৌরদীপ নাথ, সায়ন দাস, অর্কদীপ গুঁই, দিব্যদূত শাসমল, প্রাপ্ত নম্বর ৪৮৭

পঞ্চম: অভ্রদীপ্তা ঘোষ, অনিমা গড়াই, আর্য সামন্ত, মহম্মদ শরিফুল ইসলাম, সুতনয় ভট্টাচার্য, শুভাশিস ঘোষ, রমিক দত্ত, অনিরুদ্ধ দত্ত, অনুভব চক্রবর্তী, শৌভিক রাজ মাইতি, অরিত্র রায়, বিশাল গঙ্গোপাধ্যায়,  প্রাপ্ত নম্বর ৪৮৬

ষষ্ঠ: তন্নিষ্ঠা মণ্ডল, মধুরিমা মুখোপাধ্যায়, নয়নিকা রায়, সাগ্নিক তালুকদার, কিশলয় সরকার, দেবদত্তা পাল, সপ্তর্ষি মণ্ডল, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নীলমাধব দত্ত, কুন্তল বীট,  প্রাপ্ত নম্বর ৪৮৫

সপ্তম: দিশা ঘোষ, ঋতিকা কাঞ্জিলাল, রিদম কুমার দাস, অংশুমান বন্দ্যোপাধ্যায়, গার্গী চট্টোপাধ্যায়  প্রাপ্ত নম্বর ৪৮৪

অষ্টম: জিষ্ণু বিশ্বাস, রাজশেথর চট্টোপাধ্যায়, রৌনক পাত্র, বিশ্বজিত্ দত্ত, দেবজিত্ দে, অর্ঘ্য দে, দেবশুভ্র চক্রবর্তী, অনীশা মণ্ডল, সায়ন্তন চক্রবর্তী, অনন্যা ঘোষ, শ্রেয়াংশ চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু কুণ্ডু,  প্রাপ্ত নম্বর ৪৮৩

নবম: শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, বিকাশ রাজপাল, প্রত্যুষা সাহা, নিশা যাদব, দীপ্তম জানা, শৌভিক চন্দ্র, অনুশ্রী মজুমদার, সুরজিত্ মাতব্বর, আফরোজা বানু, সৌমেন মাজি, অভীক ঘোষ, সরফরাজ আলম, সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, জাহ্নবী পাল, অর্পণ দ্বিবেদী, প্রাপ্ত নম্বর ৪৮২

দশম: তীর্থশঙ্খ বাছার, শ্রাবণী দত্ত, জয়েশ সাউ, সায়নী দত্ত, অর্ণব কুমার মল্লিক, রিক্ত বর্মন, সমীধ ঘোষ, মহম্মদ চন্দন আলি, তন্ময় পতি, অনুকূল বর্মন, রূপম পাল, মেহেদ উজ-জামান, রোহিত বেরা, অমৃতাংশু মাহিশ, সায়ন কর্মকার, নন্দিতা বর্মন, প্রাপ্ত নম্বর ৪৮১।

0
0

This post was last modified on June 8, 2018 6:05 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন