বিজ্ঞাপন

জহর সরকার রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী, লড়তে চান মোদীর বিরুদ্ধে

জহর সরকার রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী। শনিবার তৃণমূলের তরফে এই ঘোষণা করা হয়েছে। রাতে জহর জানিয়েছেন, তিনি তৃণমূলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
বিজ্ঞাপন

জহর সরকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: জহর সরকার রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী। শনিবার তৃণমূলের তরফে এই ঘোষণা করা হয়েছে। রাতে জহর জানিয়েছেন, তিনি তৃণমূলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। আগামী সোমবার দিল্লি যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার সকালে দলের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানানো হয় জহর সরকার রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী। জহর আইএএস অফিসার এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও। গত প্রায় ৪২ বছর তিনি পাবলিক সার্ভিসে রয়েছেন।

জহরকে যাঁর জায়গায় তৃণমূল রাজ্যসভায় পাঠাতে চাইছে, তাঁর নাম দীনেশ ত্রিবেদী। গত বছরের ৩ এপ্রিল পর্যন্ত তিনি সাংসদ পদে নির্বাচিত হন। কিন্তু ৬ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই তিনি দল ছেড়ে দেন। ফলে তাঁর জায়গায় এ বার তৃণমূল জহরকে পাঠাতে চাইছে। এই সেই জহর যিনি প্রসার ভারতীর সিইও পদ থেকে পাঁচ বছরের মেয়াদ ফুরনোর আগেই পদত্যাগ করেন। রাজ্যসভার ওই আসনের উপনির্বাচন এবং ফল ঘোষণা হবে আগামী ৯ অগস্ট।

এ দিন রাতে জহর একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, কেন মমতার দেওয়া প্রস্তাবে তিনি সায় দিয়েছেন। জহর লিখছেন ‘পশ্চিমবঙ্গ বিধানসভায় আরও দু’টি রাজনৈতিক দলের বিধায়ক রয়েছেন। বিজেপি এবং আইএসএফ। আমার ধারণা, ওই দু’টি দল আমাকে পছন্দ করে না।’ এর পরেই তাঁর মন্তব্য, ‘নরেন্দ্র মোদীর একনায়কতন্ত্র মনোভাব, হিন্দুত্ব এবং তাঁর তৈরি করা দেশ জুড়ে অর্থনৈতিক অব্যবস্থার কারণেই আমি পাঁচ বছরের মেয়াদ ফুরনোর আগেই প্রসার ভারতীর সিইও-র পদ থেকে ইস্তফা দিই। এর পর থেকে এনডিএর বিরুদ্ধে আমার বিশ্লেষণমূলক প্রচার অনেক বেশি ধারালো এবং ধারাবাহিক করেছি।’ ওই পোস্টের একেবারে শেষে তিনি লিখেছেন, ‘যে ভাবে মানুষের অধিকারকে দমন করা হচ্ছে, যে ভাবে সাম্প্রদায়িকতার জিগির তোলা হচ্ছে, এ সবের বিরুদ্ধেই লড়াই চালাব। শুধু তাই নয়, দেশের অর্থনীতি, বেকারিত্ব, মুদ্রাস্ফীতি এবং করোনার মতো বিষয়গুলি নিয়ে মোদীর সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখব।’

শনিবার সকালে জহরের নাম সামনে আসার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘রাজ্যসভায় যাচ্ছেন জহর সরকার। একজন কৃতী ছাত্র, দেশের সর্বোচ্চ মহলে দক্ষতার সঙ্গে কাজ করা অন্যতম সেরা ও অভিজ্ঞ আমলা, একজন রুচিশীল, অসাধারণ জ্ঞানী, সুপটু লেখক ও বাগ্মীকে মনোনয়ন দিল তৃণমূল।’

 


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on July 25, 2021 3:51 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন