বিজ্ঞাপন

কড়া লকডাউন ফের, বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্যের প্রতিটি কন্টেনমেন্ট জোনে

কড়া লকডাউন ফের জারি করছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে প্রতিটি কন্টেনমেন্ট জোনে কড়া ভাবে লকডাউন কার্যকর করা হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: কড়া লকডাউন ফের জারি করছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের প্রতিটি কন্টেনমেন্ট জোনে কড়া ভাবে লকডাউন কার্যকর করা হবে। কলকাতা-সহ রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের উদ্দেশে মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। তবে কতমদিন এই লকডাউন চলবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

নবান্নের তরফে ওই নির্দেশিকা প্রতিটি জেলায় পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে কন্টেনমেন্ট জোনে সমস্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন যে কোনও ধরনের পরিষেবা বন্ধ থাকবে ওই জোনে। এ ছাড়া যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যবসা-বাণিজ্যও বন্ধ থাকবে আগামী ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে। কন্টেনমেন্ট জোনে যে কোনও ধরনের পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন।


লকডাউন সংক্রান্ত আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

 

ওই নির্দেশিকা অনুযায়ী, কন্টেনমেন্ট জোনের কেউ বাইরে বেরোতে পারবেন না। প্রয়োজনীয় সব কিছু স্থানীয় প্রশাসন তাঁদের বাড়িতে পৌঁছে দেবে। কলকাতার ক্ষেত্রে কোন কোন এলাকা কন্টেনমেন্ট জোন, তা আলোচনার মাধ্যমে ঠিক করবে পুরসভা এবং কলকাতা পুলিশ। জেলাগুলির ক্ষেত্রে জেলাশাসক ও পুলিশ সুপার বা পুলিশ কমিশনাররা সিদ্ধান্ত নেবেন।

সোমবারই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ এবং স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও-কনফারেন্সে বৈঠক করেন। সেই বৈঠকে অনেক জেলাশাসক সওয়াল করেন কড়া লকডাউন-এর পক্ষে। তাঁদের মত ছিল, যে হারে সংক্রমণ বাড়ছে তাতে, এ ছাড়া বিকল্প কোনও পথ নেই। এ বিষয়ে পর্যালোচনার পর মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কন্টেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউনের বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। ইতিমধ্যে কলকাতায় বেশ কয়েকটি এলাকায় লকডাউনের বিধি নিষেধ আরোপ করা হয়ে গিয়েছে। সিল করে দেওয়া হয়েছে বহুতল। বিভিন্ন রাস্তায় নতুন করে ব্যারিকেডও বসেছে। এ দিন কলকাতার পুলিশের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

নবান্নের তরফে ওই নির্দেশিকা প্রতিটি জেলায় পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে কন্টেনমেন্ট জোনে সমস্ত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন যে কোনও ধরনের পরিষেবা বন্ধ থাকবে ওই জোনে। এ ছাড়া যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যবসা-বাণিজ্যও বন্ধ থাকবে আগামী ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে। কন্টেনমেন্ট জোনে যে কোনও ধরনের পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on July 8, 2020 1:22 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন