বিজ্ঞাপন

নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও

নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দফতরের কর্তাদের সঙ্গে কথা বললেন। মুখ্যমন্ত্রী বলেন দায়িত্বহীনতায় ভুগছে দফতরগুলি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিভিন্ন দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন দায়িত্বহীনতায় ভুগছে দফতরগুলি। এই বৈঠকে যে যে বিষয় নিয়ে কথা বললেন তিনি। দেখুন কী কী বললেন—

    • দিঘার সৌন্দর্যায়নের ভিত্তিটাই ভুল ছিল।
    • মন্দারমণিতে হোটেলের ক্ষতি হয়েছে নিজেদের দোষে।
    • দিঘার চিফ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব নিতে হবে।
    • প্রয়োজনে ১০০ দিনের কাজের লোক লাগাতে হবে।
    • লক্ষ লক্ষ টাকা জলে যাচ্ছে।
    • ৫ কোটি ম্যানগ্রোভ বসাতে হবে।
    • আমপানের সময় প্রচুর গাছ ভেঙেছে। সেই গাছ কোথায় গেল?
    • দিঘায় লক্ষ লক্ষ মানুষের উপার্জন হয়।
    • কংক্রিটের পাথওয়ে কেন ভেঙে গেল?
    • বসার চেয়ার ভেঙে গিয়েছে।
    • সমুদ্রের বোল্ডার নষ্ট হয়ে গিয়েছে।
    • হকারদের দোকানগুলি আবার তৈরি করতে হবে।
    • বর্ষার আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে চাই।
    • দিঘার সৌন্দর্যায়ন নষ্ট হয়ে গিয়েছে।
    • সব দফতরের কাছ থেকে তিন দিনের মধ্যে রিপোর্ট চাই।
    • তার আগে প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে হবে।
    • বছরের পর বছর কেন ব্রিজের কাজ বন্ধ আছে?
    • সুন্দরবনে বেশিরভাগ বাঁধ ভেঙেছে।
    • সমুদ্রের কাছে হোটেল তৈরি করেছে।
    • প্রতি বছরই লক্ষ লক্ষ টাকা খরচ করে বাঁধ সারাই হচ্ছে। আবার ভেঙে যাচ্ছে।
    • দুই ২৪ পরগনা আর মেদিনীপুরে ম্যানগ্রোভ লাগানো হবে।
    • ১১ ও ২৬ জুন ভরা কটাল। বার বার ভাঙছে নদী বাঁধ।
    • ম্যানগ্রোভ লাগানো হলেও কোথায় গেল?
    • অন্তত ১০ বছরের জন্য ঠিকাদারদের জন্য দায়িত্ব দিতে হবে।
    • ভাঙন রুখতে ভেটিভার ঘাস লাগাতে হবে।
    • আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনও প্রশ্ন করবেন না। দ্য চ্যাপ্টার ইজ ওভার নাও।
    • দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গড়া হোক
    • গাফিলতির জন্য ইয়াসে ক্ষতিগ্রস্ত দিঘা
    • দিঘার জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।
    • একটি ব্রিজের জন্য আটকে দিঘার মেরিন ড্রাইভ

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on June 2, 2021 3:54 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন