বিজ্ঞাপন

নন্দীগ্রামে পরাজয় নিয়ে হাই কোর্টে মমতা, শুক্রবার শুনানির সম্ভাবনা

নন্দীগ্রামে পরাজয় নিয়ে হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেলা ১১টা নাগাদ বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন

মমতা ও শুভেন্দু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: নন্দীগ্রামে পরাজয় নিয়ে হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেলা ১১টা নাগাদ বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে।

২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়। টানটান লড়াই শেষে জানা যায় শুভেন্দু অধিকারী প্রায় ১৯০০ ভোটে জিতেছেন পূর্ব মেদিনীপুরের ওই কেন্দ্রে। যদিও তার কিছু ক্ষণ আগেই জানা গিয়েছিল, মমতা প্রায় ১২০০ ভোটে জিতেছেন। কিন্তু শেষমেশ ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার শুভেন্দুকে জয়ী ঘোষণা করেন।

রাজ্যে তৃণমূল বিপুল ভোটে জিতলেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হার ভাল চোখে দেখেননি খোদ তৃণমূল নেত্রী। তিনি ফলপ্রকাশের পরেই কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে যে সাংবাদিক বৈঠক করেন, সেখানে জানিয়ে দেন, নন্দীগ্রামের ফল নিয়ে তিনি আদালতে যাবেন। এর শেষ দেখে ছাড়বেন। তাঁর দাবি ছিল, নন্দীগ্রামে ভোটগণনায় কারচুপি হয়েছে। এমনকি এ-ও দাবি করেছিলেন, নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে ভয় দেখিয়ে গণনা প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। মমতা  সে দিন বলেন, ‘‘এক জনের কাছ থেকে এসএমএস পেয়েছি। নন্দীগ্রামের এক রিটার্নিং অফিসার জানিয়েছেন, বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে। তিনি যদি পুনর্গণনার নির্দেশ দেন, তাহলে তাঁর প্রাণ সংশয় হতে পারে। নন্দীগ্রামে মেশিন পাল্টে দেওয়া হয়েছে।’’

এর পর তিনি নিজের মোবাইলে একটা বার্তা দেখান। ইংরেজিতে সেখানে লেখা ছিল, ‘আমাকে বাঁচান। আমার পরিবার ধ্বংস হয়ে য়াবে। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনও উপায় নেই। প্রাণনাশের হুমকি দেওয়াহচ্ছে। আমাকে খুন করা হতে পারে। আমার কিছু করার নেই। আমাকে ক্ষমা করুন। আমার একটি ছোট মেয়ে রয়েছে।’

ফল প্রকাশের পর থেকে শুভেন্দু যদিও অন্য ভঙ্গিমায়। তিনি তার পর থেকেই মমতা এবং তৃণমূলকে বারংবার কটাক্ষ করছেন। বলেছেন, ভোটে হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতা বা অধিকার নেই বলেও মন্তব্য করেন শুভেন্দু। এ সবের জবাব তৃণমূল শিবির থেকে দেওয়া হলেও মমতা কোনও মন্তব্য করেননি কখনও। এ বার তিনি আদালের দ্বারস্থই হলেন।

‘‘এক জনের কাছ থেকে এসএমএস পেয়েছি। নন্দীগ্রামের এক রিটার্নিং অফিসার জানিয়েছেন, বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে। তিনি যদি পুনর্গণনার নির্দেশ দেন, তাহলে তাঁর প্রাণ সংশয় হতে পারে। নন্দীগ্রামে মেশিন পাল্টে দেওয়া হয়েছে।’’ মমতা

 

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on June 17, 2021 10:06 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন