বিজ্ঞাপন

মালদহে মমতা বললেন, ‘আমার আম এবং আমসত্ত্ব দুটোই চাই এ বার’

মালদহে মমতা ভোটের প্রচার অন্য সুরে বেঁধে দিলেন। বলেন, এটা তাঁর ভোট। তার পর আবদারের সুরে বললেন, ‘‘আমার আম এবং আমসত্ত্ব দুটোই চাই এ বার।’’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: মালদহে মমতা ভোটের প্রচার অন্য সুরে বেঁধে দিলেন। প্রথমেই তিনি বলেন, কে প্রার্থী সেটা দেখার দরকার নেই। এটা তাঁর ভোট। তার পর আবদারের সুরে বললেন, ‘‘আমার আম এবং আমসত্ত্ব দুটোই চাই এ বার।’’

বুধবার উত্তরবঙ্গের দু’জায়গায় মমতার সভা ছিল। প্রথমটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। পরেরটি মালদহে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটি আসনও পায়নি তৃণমূল। এ দিন মমতা বলেন, ‘‘কে প্রার্থী দেখবেন না। এটা আমার ভোট।’’ মমতার এই সুরে অনেকেই ২০১৬-র নির্বাচনের ভোটপ্রচারের কথা মনে করিয়ে দিচ্ছেন। সে বার মমতা বলেছিলেন, ‘‘২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী।’’


আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

এ দিন মালদহের সভা থেকে মমতা বলেন, ‘‘আমাকে একটা সরকার দেখান, যে বিনা পয়সায় রেশন দেয়। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেউ না। আমরাই একমাত্র বিনা পয়সায় রেশন দিই।’’ মমতার আর্জি, সেটা পেতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে। তাঁর কারণও দর্শিয়েছেন তৃণমূলনেত্রী, ‘‘এটা বিজেপি নয়, যে করব বলে আর করলাম না। আমরা যা বলি, সেটা করি।’’

স্বাস্থ্যসাথী প্রসঙ্গেও মমতা অনেক কথা বলেন। তাঁর কথায়, ‘‘কার্ড যাঁরা পেয়েছেন, তাঁরা চিকিৎসা করাতে পারবেন। আর যাঁরা পাননি, তাঁদেরও বিশেষ কার্ড দেওয়া হচ্ছে। পরে কার্ড পেয়ে যাবেন। এই কার্ড মা-বোনেদের নামে দেওয়া হচ্ছে। কারণ মা-বোনেরাই জানেন, কার কী দরকার, তাঁরাই সংসার চালান। তাঁরা প্রয়োজনে নিজের মা-বাবার চিকিৎসাও করাতে পারবেন।’’

২০১৯-এর ফল নিয়ে মমতার গলায় এ দি‌ন আক্ষেপ শোনা গিয়েছে। তিনি বলেন, ‘‘কি, মালদহ এ বার দেবেন তো? একটু ফজলি আম এ বার খাওয়াবেন তো? সিপিএ-কংগ্রেস-বিজেপি অনেক খেয়েছে। আমরা কিন্তু খাইনি। আমার আম ও আমসত্ত্ব দুইই চাই কিন্তু।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on February 28, 2021 2:42 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন