বিজ্ঞাপন

প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত কলকাতার রাস্তায় হেনস্থার শিকার, ফেসবুকে লিখলেন…

প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত কাজ সেরে রাতে বাড়িতে ফিরছিলেন। অ্যাপ ক্যাব বুক করে রওনা দিয়েছিলেন বাইপাস সংলগ্ন একটি নামী হোটেল থেকে।
বিজ্ঞাপন

প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত কাজ সেরে রাতে বাড়িতে ফিরছিলেন। অ্যাপ ক্যাব বুক করে সহকর্মী এক তরুণীকে নিয়ে রওনা দিয়েছিলেন বাইপাস সংলগ্ন একটি নামী হোটেল থেকে। কিন্তু সেই গাড়ি এক্সাইড মোড় পেরিয়ে এলগিন রোডের দিকে ঢুকতেই একদল বাইকের একটি তাতে ধাক্কা মারে। তাই নিয়ে বচসা শুরু। এর পর রাতের শহরে দুই তরুণীর গাড়ি আটকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। মারধর করা হল গাড়ির চালককে। এ সবের পরে দুই তরুণী থানায় গেলে প্রথমে তাঁদের অভিযোগ নিতে চায়নি পুলিশ, এমন অভিযোগও উঠল। পরে পুলিশ অভিযোগ নেয় এবং ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করে।

সোমবার রাতের গোটা ঘটনার কথা ফেসবুকে লিখেছেন ২০১০ সালের মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত। ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করায় ঊষসীর মোবাইলটি ছিনিয়ে নিয়ে ভাঙার চেষ্টাও করে ওই যুবকেরা। গাড়ি ঘিরে কার্যত তাণ্ডব চালানো হয়। ঊষসীর অভিযোগ, সাহায্য চাইতে গেলে ময়দান থানা তাঁদের অভিযোগ নেয়নি। ভবানীপুর থানায় যেতে বলা হয়। তবে ভবানীপুর এবং ময়দান, দুই থানা থেকেই পুলিশ ঘটনাস্থলে য‌ায়। তত ক্ষণে তাণ্ডবকারীরা সেখান থেকে পালিয়ে যায়।

এর পর ওই অ্যাপ-ক্যাবের চালকই তাঁদের ছাড়তে যান। কিন্তু লেক গার্ডেন্সে তাঁর সঙ্গীর বাড়ির কাছে পৌঁছে ঊষসী দেখেন ওই যুবকেরা তাঁদের পিছু নিয়ে এসে পড়েছে। গাড়ি থামতেই দরজা খুলে ঊষসীকে টেনে নামিয়ে তাঁর মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। ঊষসী এবং তাঁর সঙ্গী দু’জনে চিৎকার করায় ওই যুবকেরা পালিয়ে যায়।

আরও পড়তে…
রনবীর সিং ধরা পড়ল ওল্ড ট্রাফোর্ডের লাইভ ক্যামেরায়, এখন তিনি ৮৩-র নায়ক

দ্বিতীয় বার যে এলাকায় ঘটনাটি ঘটে সেটি চারু মার্কেট থানা এলাকায়। ওই দুই তরুণী ফের ওই অ্যাপ-ক্যাব নিয়ে চারু মার্কেট থানায় গেলে তাঁদের ফের ভবানীপুর থানাতেই যেতে বলা হয়। ঊষসী উএসবুকে জানিয়েছেন, অনেক বাগবিতণ্ডার পর শেষে চারু মার্কেট থানা এফআইআর নেয়। একই ঘটনার দু’টি এফআইআর হয় না এই কথা বলে ওই অ্যাপ-ক্যাবের চালকের অভিযোগ আর পুলিশ নেয়নি বলে প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত ফেসবুকে লিখেছেন।

ওই এফআইআরের পর পুলিশ তদন্ত শুরু করে। খতিয়ে দেখা হয় সিসি ক্যামেরার ফুটেজ। তার ভিত্তিতেই সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত সন্দেহে ধৃতদের নাম শেখ রাহিত, ফারদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, শেখ ইমরান আলি, শেখ ওয়াসিম এবং আতিফ খান।

ঊষসীর মোবাইলে তোলা সেই ভিডিও…

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on June 19, 2019 3:44 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন