বিজ্ঞাপন

অভিষেক আমার মাথায় ব্যান্ডেজ দেখে একাই পতাকা নিয়ে মিছিল করত: মমতা

অভিষেক মাথায় ব্যান্ডেজ দেখে একাই কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করত, তখন ওর ২ বছর বয়স। নিজের ভাইপোকে নিয়ে বৃহস্পতিবার এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজ্ঞাপন

পৈলানে মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: অভিষেক মাথায় ব্যান্ডেজ দেখে একাই কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করত, তখন ওর ২ বছর বয়স। ভাইপো ‌অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে আসার কারণ বলতে গিয়ে বৃহস্পতিবার এমনটাই বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দক্ষিণ ২৪ পরগনার পৈলানে জনসভা ছিল নেত্রীর। সেখানে তিনি কথায় কথায় অভিষেকের রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করেন।

পৈলানের সভায় মমতা তাঁর ভাষণে বারংবার বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করছিলেন। তারই মাঝে তিনি বলেন, ‘‘এটা অভিষেকের কেন্দ্রের মধ্যে পড়ে, তাই কয়েকটা কথা বলছি।’’ অভিষেক যে তাঁর কাছে স্পেশাল প্রায়োরিটি পায় না, সে কথা বলে মমতা অভিষেকের রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘‘ওর তখন ২ বছর বয়স। হাজরায় তখন আমাকে মারা হয়েছিল। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। মাথায় ব্যান্ডেজ দেখে ও একাই কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করত। আর স্লোগান দিত, দিদিকে কেন মারলে জবাব দাও। তার জন্যই ওকে রাজনীতিতে এনেছি।’’


আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

অভিষেককে তিনি রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলেন বলেও এ দিন দাবি করেন মমতা। কিন্তু ভাইপো তাঁকে বলেছিলেন, নির্বাচনে লড়াই করে তিনি লোকসভায় যেতে চান। মমতার কথায়, ‘‘সে কারণেই ও আপনাদের ভোটে জিতে লোকসভার সাংসদ হয়েছে। ওকে তো আমি ডেপুটি মুখ্যমন্ত্রী করিনি। মুখ্যমন্ত্রীও করিনি। দলের কাজ করে।’’

এ দিন অভিষেককে খুনের চেষ্টার অভিযোগও তোলেন মমতা। তিনি বলেন, ‘‘অভিষেককে দুর্ঘটনা করে মেরে ফেলার চেষ্টা হয়নি? আজ একটা চোখে ও দেখতে পায় না। আমাদের একটা চোখে বালি ঢুকলে কেমন কষ্ট হয়! আর ওর কথাটা ভাবুন!’’ এর পরেই মমতা বলেন, ‘‘আমার জন্য ওকে কথা শুনতে হয়। আমার খুব খারাপ লাগে।’’ ছোটদের এবং মেয়েদের যাতে কেউ কিছু না বলেন, সে অনুরোধও এ দিন শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে।

এ দিন অমিত শাহের উদ্দেশে অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়ার চ্যালেঞ্জও ছোড়েন মমতা। তিনি বলেন, ‘‘আরে দিদিকে পরে লড়বি আগে ভাতিজাকে লড়। এতই যদি দিদি আর ভাতিজা বলতে হয় তোদের, তা হলে চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আগে অভিষেকের সঙ্গে লড়ে দেখান।’’ একই সঙ্গে তিনি অমিত শাহকে লক্ষ করে বলেন, ‘‘বলছে, বাংলা দখল করবে। আগে দিল্লি সামলাও। কৃষকদের সামলানোর ক্ষমতা নেই, মমতা দিদিকে সামলাবে! মমতা দিদি ছোটবেলা থেকে রাজনীতি করে। তার মতো রাজনীতিক হতে গেলে তোমাকে হাজার বার জন্ম নিতে হবে। এই চেহারায় হবে না।’’

অমিত শাহের চেহারা নিয়ে এ দিন কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘‘অত ফোলা ফোলা চেহারা, বেশ নাদুস-নুদুস, সুন্দর-সুন্দর দেখতে, ফানুস-ফানুস চেহারা, ফাটুস-ফুটুস চেহারা, আমাদের মতো এসে লড়াই করো! যাও গিয়ে বাড়িতে বাসন মাজো। যাও গিয়ে ঘর মোছো। যাও গিয়ে ডান্ডার সঙ্গে লড়াই করো। যাও গিয়ে বন্দুকের সঙ্গে লড়াই করো। গুলি বন্দুকের সঙ্গে লড়াই করে বেঁচে আছি মনে রাখবেন।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on February 19, 2021 2:06 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন