বিজ্ঞাপন

Uttarkashi Accident: বাংলার পর্যটকদের দেহ ফেরাবে সরকার

বুধবার উত্তরকাশীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাংলার ৫ জন পর্যটকের। একই দিনে ওড়িশায়ও খাদে বাস পড়ে মৃত্যু হয় ৬ জনের (Uttarkashi Accident)।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: বুধবার উত্তরকাশীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাংলার ৫ জন পর্যটকের। একই দিনে ওড়িশায়ও খাদে বাস পড়ে মৃত্যু হয় ৬ জনের (Uttarkashi Accident)। বুধবারটা বাংলার পর্যটকদের জন্য খুবই খারাপ ছিল। ওড়িশার দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই তৎপড়তা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার কাউন্সিলরকেই পাঠিয়ে দিয়েছিলেন দুর্ঘটনার কবলে পড়া মানুষদের সাহায্যার্থে। এবার উত্তরকাশীর দুর্ঘটনায় তৎপড়তা দেখালেন মুখ্যমন্ত্রী। সেখানে দুর্ঘটনায় মৃতদের দেহ ঘরে ফেরাতে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার।

রাজ্যের প্রশাসনিক প্রধানকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, বাংলার পর্যটকদের দেহ ঘরে ফেরাতে ব্যবস্থা নেওয়ার জন্য। বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘‘উত্তরকাশী যাওয়ার পথে বাংলার ৫ পর্যকের দুর্ঘটনায় মৃত্যুর খবরে আমি মর্মাহত। কাল রাত থেকে অফিসাররা এখানে আর দিল্লিতে কাজ করছে। যাতে মৃতদের দেহ হৃষিকেশের এএইমসে রাখা যায়।’’

তিনি আরও লেখেন, ‘‘এখান থেকে বিমানে মৃতদের আত্মীয়দের দিল্লি নিয়ে গিয়ে সেখান থেকে হৃষিকেশ নিয়ে যাওয়া হবে। যাতে তাঁরা তাঁদের পরিবারের সদস্যদের দেহ বাড়িতে নিয়ে আসতে পারেন। তাঁদের সব রকম সাহায্য করা হবে।’’

বুধবার বেলা ৩.৩০ নাগাদ হরশিলের কান্দি সৌদ তহসিলের কাছে ঘটে দুর্ঘটনা। জানা যায়, একটি পাথরে ধাক্কা লেগে গাড়ির ট্যাঙ্ক ফেটে গাড়িতে আগুন লেগে যায়। সেই অবস্থায় গাড়িটি খাদে পড়ে যায়। ঝলসেই মৃত্যু হয় গাড়ির চালক ও বাংলার ৫ পর্যটকের। মৃতদের মধ্যে মদনমোহন ভুঁইয়া (৫৩), ঝুমুর ভুঁইয়া (৪৮) ও নীলেশ ভুঁইয়া (২১) গড়িয়ার বাসিন্দা। প্রদীপ দাস (৪৭) ব্যারাকপুর ও দেবমাল্য দেবনাথ (৪৩) নৈহাটির বাসিন্দা।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক)

0
0

This post was last modified on May 26, 2022 5:21 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন