বিজ্ঞাপন

রাজ্যে এক দিনে করোনা সংক্রমিত ১ হাজার ৮৯৪ জন, রেকর্ড

রাজ্যে এক দিনে করোনা (West Bengal Corona Update) সংক্রমিতের সংখ্যা রেকর্ড করল মোট সংক্রমণ ৩৮ হাজার পার। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন!
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্যে এক দিনে করোনা সংক্রমিতের সংখ্যা রেকর্ড করল মোট সংক্রমণ ৩৮ হাজার পার। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন! রাজ্যের করোনা মানচিত্রে যা রেকর্ড। এখনও পর্যন্ত এক দিনে এত সংখ্যক মানুষ আক্রান্ত হননি। রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যাটা পৌঁছেছে ৩৮ হাজার ১১-য়।

এখনও পর্যন্ত রাজ্যে ১ হাজার ৪৯ জন মারা গিয়েছেন করোনায়। গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ২৬ জন। ওই ২৬ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ১২ বাসিন্দা রয়েছেন। উত্তর ২৪ পরগনাতেও মারা গিয়েছেন ৭ জন। একই সঙ্গে হাওড়ায় ৩, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরে ১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন। রেকর্ড করোনা আক্রান্ত রাজ্যে, তাই প্রশাসন অত্যন্ত কড়া ভাবে বিভিন্ন জায়গায় ফের লকডাউন কার্যকর করেছে।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

প্রচুর মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি রাজ্যে সুস্থতার হারও কিন্তু কমছে। এ দিনের বুলেটিন অনুযায়ী, শতাংশের হিসেবে সংখ্যাটা ৫৮.৫৪। গত কয়েক দিনে এই হার বেশ খানিকটা কমে গিয়েছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২২ হাজার ২৫৩ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৮৩৮ জন।

তবে সক্রিয় আক্রান্তের সংখ্যাও প্রতি দিন বাড়ছে রাজ্যে। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭০৯। তার মধ্যে কলকাতারই রয়েছেন ৪ হাজার ৭৭২ জন।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৬ লক্ষ ৭৬ হাজার ৩৪৮টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৪০টি টেস্ট হয়েছে। এ রাজ্যে ৫৮২টি সরকারি কোয়রান্টিন কেন্দ্র রয়েছে। সরকারি কোয়রান্টিন কেন্দ্র থেকে এখনও পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৮৪৬ জনকে ছাড়া হয়েছে। পাশাপাশি, ওই কেন্দ্রগুলিতে এখনও ৩ হাজার ৮৩৯ জন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

এক নজরে

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন।

সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যাটা পৌঁছেছে ৩৮ হাজার ১১-য়।

রাজ্যে ১ হাজার ৪৯ জন মারা গিয়েছেন করোনায়।

গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ২৬ জন।

ওই ২৬ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ১২ বাসিন্দা রয়েছেন।

উত্তর ২৪ পরগনাতেও মারা গিয়েছেন ৭ জন।

একই সঙ্গে হাওড়ায় ৩, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরে ১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন।

রেকর্ড করোনা আক্রান্ত রাজ্যে, তাই প্রশাসন অত্যন্ত কড়া ভাবে বিভিন্ন জায়গায় ফের লকডাউন কার্যকর করেছে।

রাজ্যে সুস্থতার হার ৫৮.৫৪ শতাংশ।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২২ হাজার ২৫৩ জন।

তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৮৩৮ জন।

এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭০৯।

তার মধ্যে কলকাতারই রয়েছেন ৪ হাজার ৭৭২ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৬ লক্ষ ৭৬ হাজার ৩৪৮টি।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৪০টি টেস্ট হয়েছে।

0
0

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন