বিজ্ঞাপন

‘ভাইপো’ নষ্ট করছে বাংলার সংস্কৃতি, লালগড়ে অভিযোগ জেপি নাড্ডার

‘ভাইপো’ নষ্ট করছে বাংলার সংস্কৃতি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের লালগড়ে দাঁড়িয়ে এমন অভিযোগ করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ব্যুরো: ‘ভাইপো’ নষ্ট করছে বাংলার সংস্কৃতি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের লালগড়ে দাঁড়িয়ে এমন অভিযোগ করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি তিনি দাবি করেন, মে মাসে বাংলায় পরিবর্তন হবেই। কারণ হিসাবে বলেন, বাংলার সংস্কৃতি ফেরাতে চাইছে মানুষ।

বাংলায় ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে এসে এ দিন লালগড়ে জনসভা করেন নাড্ডা। লালগড়ের সবুজ সঙ্ঘের মাঠে বেলা সওয়া চারটে নাগাদ তাঁর হেলিকপ্টার নামে। তার পর তিনি সভা মঞ্চে পৌঁছন। সেখানে তখন ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাহুল সিন্‌হা, ভারতী ঘোষ-সহ রাজ্য ও জেলার বিজেপি নেতৃত্ব। নাড্ডাকে বরণ করে নেওয়ার পর তিনি মঞ্চে বক্তৃতা করেন।


আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

পতাকা উড়িয়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করে নাড্ডা বলেন, ‘‘অরবিন্দ, রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদের সংস্কৃতি স্থাপিত হবে বাংলায়।’’ বাংলার সংস্কৃতি বিপন্ন বলেও এ দিন কটাক্ষ করেন তিনি। নাড্ডার কথায়, ‘‘বাংলায় সংস্কৃতি কলঙ্কিত করছে ভাইপো। শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন ভাইপো, তাতে বাংলার সংস্কৃতি কোথায়! বাংলায় চলছে তুষ্টিকরণের রাজনীতি। এক দেশ এক সংবিধান লাগু রয়েছে। এক দেশে দু’টি আলাদা সংবিধান চলতে পারে না।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে নাড্ডা বলেন, ‘‘অনেক হয়েছে মমতা, বাংলায় পরিবর্তন চায় জনতা। বাংলায় পরিবর্তন আনতে মানসিক ভাবে ঠিক করে ফেলেছে মানুষ। বাংলার উন্নতি চান নরেন্দ্র মোদী। বাংলায় ফ্রেট করিডর, রাস্তা, সামাজিক উন্নতি করবেন তিনি। এখানে মা-মাটি-মানুষের সুরক্ষা নেই। মায়ের সম্মান নেই। আর সুরক্ষিত নয় মাটি।’’ বাংলার সঙ্গে অন্যায় করেছেন মমতা, এমন অভিযোগও করেন নাড্ডা।

বিজেপি সভাপতির দাবি, ‘বাংলার জন্য ন্যায় করছেন মোদী’ আর ‘অন্যায় করছেন মমতা’। বাংলায় ১৩০ জন বিজেপি কর্মী খুন হয়েছে বলেও নাড্ডা দাবি করেন। বাংলায় শুধু তোলাবাজি, তোষণের রাজনীতি চলছে বলেও কটাক্ষ তাঁর। এখানে সরস্বতীপুজো, দুর্গাপুজোয় অনুমতি দেওয়া হয় না বলেও মন্তব্য করেন নাড্ডা। বাংলায় ধর্ষণ সব থেকে বেশি হয় বলেও দাবি করে নাড্ডা বলেন, ‘‘ভ্রষ্টাচারীদের পাশে দাঁড়াচ্ছেন মমতা। আদিবাসী মহিলারা সুরক্ষিত নন।’’

‘আমপান দুর্নীতি’ নিয়েও এ দিন মুখ খোলেন নাড্ডা। তিনি বলেন, ‘‘হাইকোর্টওই সংক্রান্ত তদন্তের নির্দেশ দেওয়ায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্র কম দামে চাল পাঠাচ্ছে, কিন্তু তা দিচ্ছে না রাজ্য।’’ তিনি আরও বলেন, ‘‘মে মাসের পর আয়ুষ্মান প্রকল্প চালু হবে এ রাজ্যে। কিসান নিধির বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে মে মাসের পর বিজেপি ক্ষমতায় এলে।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on February 28, 2021 2:43 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন