বিজ্ঞাপন

সমস্যায় ইন্ডিগোর যাত্রীরা, চালকের অভাবে রোজ বাতিল হচ্ছে ৩০টি করে বিমান

সমস্যায় ইন্ডিগোর যাত্রীরা ।  চালকের অভাবে প্রতিদিন বাতিল হচ্ছে ৩০টি করে বিমান। এই অবস্থা আরও বেশ কিছুদিন চলবে বলে জানিয়ে দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: সমস্যায় ইন্ডিগোর যাত্রীরা ।  চালকের অভাবে প্রতিদিন বাতিল হচ্ছে ৩০টি করে বিমান। এই অবস্থা আরও বেশ কিছুদিন চলবে বলে জানিয়ে দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। মঙ্গলবারই ৩০টি বিমান বাতিল করেছে ইন্ডিগো। সব বড় বিমান বন্দর থেকেই বাতিল হয়েছে বিমান। যাত প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। শেষ মুহূর্তে চড়াদামে টিকিট কেটে যাত্রা করতে হচ্ছে তাঁদের। বিমান সংস্থার তরফে প্রতিদিন ৩০টি করে বিমান বাতিল হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

সোমবার ৩২টি বিমান বাতিল করা হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। সব থেকে বেশি বিমান বাতিল হয়েছে কলকাতা, হায়দ্রাবাদ ও চেন্নাই থেকে। কলকাতা থেকে বাতিল হয়েছে আটটি বিমান। হায়দ্রাবাদ থেকে বাতিল হয়েছে পাঁচটি বিমান এবং চারটি করে বিমান বাতিল হয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই থেকে।

ক্ষোভ তৈরি হচ্ছে যাত্রীদের মধ্যে। অভিযোগ সংস্থা শেষ মুহূর্তে তাদর অন্য বিমানে টিকিট কাটতে বাধ্য করছে অথবা পরিবর্ত হিসেবে ওয়ান স্টপ ফ্লাইট দিচ্ছে যাতে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে।

বিমান চালকের অভাবের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনও রয়েছে। সদ্য দিল্লিতে যেভাবে হঠাৎ আবহাওয়া বদলে গিয়েছিল তাতে অনেক বিমান বাতিল করতে হয়েছিল। বিমান চালক থেকে কেবিন ক্রু সকলেই সরকারের ডিজিসিএ-র তৈরি নিয়ম অনুযায়ী কাজ করেন। ফ্লাইট ডিউটি অ্যান্ড টাইম লিমিটেশন (এফডিটিএল)এর বারে বেরিয়ে কেউ কাজ করবে না।

(বানিজ্যের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

0
0

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন