ভাগ্নের বিযেতে দুবাই উড়ে যাওয়ার আগের দিনই কথা হযেছিল ছোটবেলার বান্ধবী পিঙ্কি রেড্ডির সঙ্গে। জানিয়েছিলেন সুস্থ নেই তিনি। তা বলে এ ভাবে চলে যেতে হবে।হবে। অনেক টানা পড়েনের পর যখন সবটাই শেষ তখন মুখ খুললেন শ্রীদেবীর ছোটবেলার সেই বান্ধবী। বললেন শেষ কথার সেই টুকরো স্মৃতি।
মিড ডে-কে দেওয়া এক ইন্টারভিউয়ে পিঙ্কি বলেন, “ওর জ্বর ছিল. অ্যান্টিবাযোটিক চলছিল। খুব ক্লান্তও ছিল। কিন্তু বলল, এই বিয়েতে নাকি যেতেই হবে।” আট বছর বয়স থেকে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল আজ আর সেটা নেই ভেবেই যেন জীবনটা ওলট-পালট হয়ে যাচ্ছে পিঙ্কির। বলছিলেন, “ওর কেরিয়ারের ওঠাপড়া সামনে থেকে দেখেছি। আমরা ভেঙেচুড়ে গিয়েছি।”
শ্রীদেবীর মৃত্যুর পিছনে বার বার উঠে আসছিল, তাঁর বার বার কসমেটিক্স সার্জারির বিষয়টি। যা শুনে রীতিমতো বিরক্ত শ্রী-র ছোটবেলার বান্ধবী। তাঁর কথায়, মানুষ কেন ভালগুলো মনে রাখতে পারে না। মজা বানিয়ে ফেলেছিল ওর মৃত্যুটাকে।দুবাইযের হোটেলের বাথটাবে জলে ডুবে মৃত্যুর পর নানা প্রশ্ন উঠেছে এই মৃত্যু নিয়ে. তৈরি হয়েছে নানা জটিলতা।তা থেকে বাদ জাননি শ্রীদেবীর স্বামী বনি কাপুরও।
শ্রীদেবীর মৃত্যুর পর পিঙ্কি কথা বলেন বনি কাপুরের সঙ্গেও। বলেন, “আমি বনির সঙ্গে কথা বলেছিলাম, ও ভেঙে পড়েছে আমওরা ভীষন লাভিং কাপল ছিল। আমার সন্দেহ আছে ওরা কখনও ঝগড়া করেছে কিনা। দুজনে খুব সুখি ছিল। এই সময় যা যা বলা বলা হয়েছে সেটা মনে হয় ঠিক হয়নি।”