না, জ্যাকলিন ফার্নান্ডেজ কোনও সিনেমার শ্যুটিং করছেন না। না কোনও আনন্দ অনুষ্ঠানে হাজিরা দিতে গিয়েছেন। তাও তাঁর মুখের হাসি দেখে সংশয় তো হতেই পারে। পোষাক সাদা কিন্তু মুখে অমন হাসি দেখে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া।
সেই মুহূর্তে জ্যাকলিন হাজির ছিলেন শ্রীদেবীর অন্ত্যেষ্টিতে।কিন্তু তাঁর হাসি দেখে কে বলবে ওরকম একটা জায়গায় তিনি হাজির ছিলেন। সেই ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের বাইরে তাঁর এই ছবি ধরা পড়ে। সেই সময় ওখানে আরও অনেক বলিউডের তারকারাই উপস্থিত ছিলেন। তাঁদেরই কারও সঙ্গে দেখা হওয়ায় জ্যাকলিনের এই অভিব্যাক্তি ভালভাবে নেয়নি সোশ্যাল মিডিয়া।
গত শনিবারই দুবাইয়ের হোটেলের বাথরুমে বাথটাবের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তার পর এক প্রস্থ টানাপড়েন শেষে দেশে ফিরেছে শ্রীদেবীর মরদেহ। যখন শোকস্তব্ধ গোটা দেশ থেকে বলিউড তখন জ্যাকলিনের অভিব্যক্তি দেখে সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য আসতে শুরু করে। কেউ লিখেছেন, জ্যাকলিন কি ভুলে গিয়েছিলেন তিনি একজনের অন্ত্যেষ্টিতে হাজির হয়েছেন। আবার কেউ লিখেছেন, যদি আপনার কষ্ট না হয়ে থাকে তা হলে এই দেখানোরও কোনও দরকার নেই।
একজন জ্যাকলিনের সেই ছবি পোস্ট করে লিখেছেন, যখন সম্মানের সঙ্গে শ্রীদেবীর অন্ত্যেষ্টি হচ্ছে তখন সেখানে জ্যাকলিন ফার্নান্ডেজ। কেউ লিখেছেন, শুধু মিডিয়ার সামনে আসতে ওখানে হাজির হয়েছিলেন জ্যাকলিন।শ্রীদেবী শুধু একজন অভিনেত্রী নন। তিনি একটা প্রতিষ্ঠান। সম্মান করুণ।