বিজ্ঞাপন

গ্যাংটক যাওয়া যাবে এ বার সরাসরি বিমানে

বিমানবন্দর আগেই তৈরি হয়েছিল। সেখানে নেমেছিল বায়ুসেনার বিমান। তবে তা পরীক্ষামূলক ভাবে। এ বার সেই একই বিমানবন্দরে নামল বাণিজ্যিক বিমান। সিকিমের পাকইযং বিমানবন্দর। শনিবার যে বাণিজ্যিক বিমান নামল সেখানে, তা-ও কিন্তু পরীক্ষামূলক ভাবেই নামল। তবে, এই বাণিজ্যিক বিমানের অবতরণকে নিয়ে আশায় বুক বেঁধেছেন সিকিমের পর্যটন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: বিমানবন্দর আগেই তৈরি হয়েছিল। সেখানে নেমেছিল বায়ুসেনার বিমান। তবে তা পরীক্ষামূলক ভাবে। এ বার সেই একই বিমানবন্দরে নামল বাণিজ্যিক বিমান।

সিকিমের পাকইয়ং বিমানবন্দর। শনিবার যে বাণিজ্যিক বিমান নামল সেখানে, তা-ও কিন্তু পরীক্ষামূলক ভাবেই নামল। তবে, এই বাণিজ্যিক বিমানের অবতরণকে নিয়ে আশায় বুক বেঁধেছেন সিকিমের পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের আশা গ্যাংটক যাওয়া যাবে এ বার সরাসরি বিমানে।

তবে সে আশা পূরণ হতে পারে একমাত্র ডিজিসিএর অনুমতি ভিত্তিতে। কারণ, তাদের অনুমতির ফলেই বিমান চলাচল করতে পারে সিকিমের এই বিমানবন্দর থেকে। যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হতে পারে দেশ-বিদেশের সঙ্গে।

শনিবার পাকইয়ং-এ যে বিমানটি নেমেছিল, তাতে ৭০ জন যাত্রী ধরে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা থেকে ছেড়ে ওই বিমানটি পৌনে বারোটা নাগাদ পাকইয়ং-এ পৌঁছয়। সেখানে তখন অপেক্ষা করছিলেন বিমানবন্দরের আধিকারিক ও বেশ কয়েক জন দর্শনার্থী। বিমানটি নামার সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়ে গোটা বিমানবন্দর।

সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ৩১ কিলোমিটার দূরে এই বিমানবন্দরটি। স্থানীয় মানুষের বক্তব্য, বিমানবন্দরটি চালু হয়ে গেলে বেশ কিছু পর্যটক সোজা এখানে চলে আসতে পারবেন। বাগডোগরা বিমানবন্দর বা নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে আসতে হবে না।

১৭০০ মিটার দীর্ঘ ও ৩৩ মিটার চওড়া রানওয়ের এই বিমানবন্দরটি তৈরি করতে ৬০৫ কোটি টাকা খরচ হয়েছে। এ মাসে ৫ তারিখ সেখানে বায়ুসেনার একটি ডর্নিয়ার বিমান নামে। এ দিনের বিমানটি সফল ভাবে নামার পরেই জল্পনা শুরু হয়ে গেল, এর পরে বিমান মন্ত্রক ছাড়পত্র দিলেই কলকাতা, দিল্লি ও গুয়াহাটি থেকে বিমানে সিকিম চলে আসা যাবে।

0
0

This post was last modified on March 16, 2018 8:26 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন