বিজ্ঞাপন

সিবিএসই দশম শ্রেণির ফলেও সাফল্য তালিকায় মেয়েরা শীর্ষে

বিজ্ঞাপন

সিবিএসই দশম শ্রেণির ফলেও সাফল্য মেয়েদের। ইনসেটে নন্দিনী গর্গ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: সিবিএসই দশম শ্রেণির ফলেও সাফল্য, সেখানেও যেন দ্বাদশ শ্রেণির ছায়া। গত সপ্তাহে প্রকাশিত দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হতেই জানা যায়, উত্তরপ্রদেশের নয়ডার স্টেপ বাই স্টেপ স্কুলের মেঘনা শ্রীবাস্তব। সে মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছিল। ১ নম্বর কম পেয়েছিল ইংরেজিতে। দশম শ্রেণির ফল প্রকাশ হতেই দেখা গেল এ বারও প্রথম হওয়া পরীক্ষার্থী পেয়েছে ৪৯৯। তবে এ ক্ষেত্রে প্রথম হয়েছে এক জন নয়, চার জন।

মঙ্গলবার দুপুরে প্রকাশিত হয়েছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। সিবিএসই বোর্ড শীর্ষে থাকা চার জনের নাম প্রকাশ করেছে। ওই চার জন হল, উত্তরপ্রদেশের গুরুগ্রাম ডিপিএসের প্রখর মিত্তল, বিজনৌরের আরপি পাবলিক স্কুলের রিমঝিম অগ্রওয়াল, সামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ এবং কোচির ভবনস বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি। এ ছাড়া সাত জন পড়ুয়া ৪৯৮ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ১৪ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৭। একই রকম চিত্র দেখা গিয়েছিল দ্বাদশ শ্রেণির ফলে।

এ বছর সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে ৮৬.‌৭০ শতাংশ পড়ুয়া। দ্বাদশ শ্রেণির মতোই ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল ফল করেছে। ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৮.‌৬৭ শতাংশ। সেই জায়গায় ছেলেদের মধ্যে পাশের হার ৮৫.৩২ শতাংশ। অর্থাৎ ছেলেরা মেয়েদের থেকে ৩.৩৫ শতাংশ পিছিয়ে রয়েছে। ২৭ হাজার ৪৭৬ জন ছাত্রছাত্রী ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে পাশ করেছে। তিরুঅনন্তপুরমে সবচেয়ে বেশি পড়ুয়া পাশ করেছেন। সেখানে পাশের হার ৯৯.৬ শতাংশ। পাশের হারে তিরুঅনন্তপুরমের পরেই রয়েছে চেন্নাই। সেখানে পাশের হার ‌৯৭.‌৩৭ শতাংশ। এর পরেই রয়েছে‌ অজমেঢ়। সেখানে পাশের হার ‌৯১.‌৮৬ শতাংশ। দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। ফের সেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। দশম শ্রেণির পরীক্ষাতেও অঙ্কের প্রশ্ন ফাঁস গিয়েছিল বলে অভিযোগ ওঠে। তবে, ওই পরীক্ষা ফের নেওয়া হয়নি।

প্রথম
৪ জন
প্রখর মিত্তল, গুরুগ্রাম ডিপিএস (প্রাপ্ত নম্বর ৪৯৯)
রিমঝিম অগ্রওয়াল, আরপি পাবলিক স্কুল বিজনৌর (প্রাপ্ত নম্বর ৪৯৯)
নন্দিনী গর্গ, সামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুল (প্রাপ্ত নম্বর ৪৯৯)
শ্রীলক্ষ্মী জি, কোচির ভবনস বিদ্যালয় (প্রাপ্ত নম্বর ৪৯৯)

দ্বিতীয়
৭ জন (প্রাপ্ত নম্বর ৪৯৮)

তৃতীয়
১৪ জন (প্রাপ্ত নম্বর ৪৯৭)

সিবিএসই-র ফল প্রকাশ, শীর্ষ তালিকায় মেয়েরাই

0
0

This post was last modified on May 29, 2018 8:40 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন