বিজ্ঞাপন

Covaxin For Children: ৬ থেকে ১২ বছরের জন্য ছাড়

দেশে আবার বাড়ছে কোভিড। নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে শিশুদের নিয়ে। সে কারণে ছাড় দেওয়া হল শিশুদের জন্য টিকাকরণে (Covaxin For Children)।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: দেশে আবার বাড়ছে কোভিড। নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে শিশুদের নিয়ে। সে কারণে ছাড় দেওয়া হল শিশুদের জন্য টিকাকরণে (Covaxin For Children)। ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য এবার টিকার ছাড়পত্র দেওয়া হল। আগেই ছাড় দেওয়া হয়েছিল ১৮ ঊর্ধ্ব ও ১২ থেকে ১৪ বছর বয়সীদের। এবার পুরো দেশই প্রায় চলে আসতে চলেছে টিকার কোভিড টিকার আওতায়। আধার কার্ডের হিসেব দেখে ৬ থেকে ১২ বয়সীদের পরিসংখ্যান তৈরির কাজ চলছে। ইতিমধ্যে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ প্রায় শেষের মুখে।

শিশুদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনে ছাড়পত্র  দিয়েছে ডিসিজিআই। মঙ্গলবার আইসিএমআরের তরফে এই ঘোষণা করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে শিশুদের জন্য কোভিড ভ্যাক্সিনে ছাড়পত্র দেওয়া হল। সেই টিকার নাম কোরবেভক্স। এ ছাড়া জাইডাস ক্যাডিলার টিকা জাইকোভডি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে ১২ বছরের ঊর্ধ্বদের জন্য।

গত বছর ১ এপ্রিল প্রথম ৪৫ ঊর্ধ্বদের জন্য ভারতে টিকাকরণ শুরু হয়। এর পর গত বছর মে মাসে সেটা বাড়িয়ে করা হয় ১৮ ঊর্ধ্বদের। সেটাও প্রায় শেষের মুখে। এবার শিশুদের কোভিড ভ্যাকসিন থেকে সুরক্ষা দিতে তাদের জন্যও টিকাকরণে ছাড়পত্র দেওয়া হল।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন