বিজ্ঞাপন

জোটের বিষ পান করেছি, নিজেকে নীলকণ্ঠ দাবি করে মন্তব্য করলেন কুমারস্বামী

জোটের বিষ পান করেছি, দলীয় কর্মীসভায় এমনটাই মন্তব্য করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।
বিজ্ঞাপন

কয়েক দিন আগের এই ছবি কি বদলে যাবে?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: জোটের বিষ পান করেছি, দলীয় কর্মীসভায় এমনটাই মন্তব্য করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। রাজ্যে সম্প্রতি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই সরকার গড়েছেন জনতা দল সেকুলারের ওই নেতা। কিন্তু, মাস দুয়েক কাটতে না কাটতেই এমন মন্তব্যে সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।

শনিবার বেঙ্গালুরুতে জনতা দল সেকুলারের বৈঠক ছিল। সেখা‌নেই আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় কুমারস্বামীকে। একটা সময়ে তাঁর চোখে জলও দেখেন দলীয় কর্মীরা। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কুমারস্বামী পুরানের উল্লেখ করেন। পুরান মতে, প্রলয় রুখতে শিব একটা সময় সমস্ত বিষ পান করে নিয়েছিলেন। নিজেকে শিবের সঙ্গে ওই দিন তুলনা করেন তিনি। জানা, কংগ্রেসের সঙ্গে জোট আসলে ওই বিষ পানের মতো ঘটনাই বটে। যদিও তাঁর মন্ত্রিসভার ডেপুটি মুখ্যমন্ত্রী কংগ্রেসের জি পরমেশ্বর বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হিসাবে ওঁর খুশি থাকারই কথা।’’

দলীয় কর্মীসভায় ওই দিন কুমারস্বামী বলেন, ‘‘আমাকে শুভেচ্ছা জানাতে আপনারা সকলে রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। আমি মুখ্যমন্ত্রী হওয়ায় আপনারা সকলে খুশি। কিন্তু আমি একবিন্দুও খুশি নই। আমি জানি জোট সরকারের যন্ত্রণাটা কোথায়। আমি শিব হয়ে জোট সরকারের বিষ গলধকরণ করছি।’’

কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে আস্থা ভোটে জিতলেন কুমারস্বামী

মাস দুয়েক আগে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় কুমারস্বামী জানিয়েছিলেন তিনি খুশি মনে এই দায়িত্ব নিচ্ছেন না। কারণ, মানুষের সম্পূর্ণ সমর্থন তিনি পাননি। সেই সময় তিনি বলেছিলেন, ‘‘আমি আজ খুশি মনে মুখ্যমন্ত্রী হয়েছি, এমনটা নয়। ভিতরে যন্ত্রণা রয়েছে। আমি অনেক ইস্যুকে সামনে তুলে মানুষের সমর্থন চেয়েছিলাম। কিন্তু, মানুষ আমাকে বিশ্বাস করেনি। তা-ও পরিবর্তিত পরিস্থিতিতে আমি মুখ্যমন্ত্রী হয়েছি।’’ এই একই কথা তিনি ওই দিন দলীয় কর্মীসভায় বলেন।

আস্থা ভোটে বিজেপি, ইয়েদুরাপ্পার ভাগ্য নির্ধারণে টানটান নাটক কর্নাটকে

গত মে মাসেই কর্নাটকে বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে সংখ্যার নিরিখে সব থেকে বেশি আসন বিজেপি পেলেও একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তারা। ফলে শপথ নিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশে আস্থাভোটে যায় বিজেপি। কিন্তু, আস্থাভোটের আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিজেপি থেকে সদ্য হওয়া মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। এর পরেই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কর্নাটকে সরকার গড়েন কুমারস্বামী।

কোন দল ক’টা আসন—

0
0

This post was last modified on July 18, 2018 12:48 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন