বিজ্ঞাপন

লোকসভা নির্বাচন ২০১৯: বিহারে বিজেপি-জেডিইউ আসন সমঝোতা কি হয়ে গেল?

লোকসভা নির্বাচন নিয়ে বিহারে কি এনডিএ-র শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা হয়ে গেল? সর্ব ভারতীয় একটি নিউজ পোর্টাল অন্তত তেমনটাই দাবি করেছে।
বিজ্ঞাপন

নীতীশ কুমার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

 জাস্ট দুনিয়া ডেস্ক: লোকসভা নির্বাচন নিয়ে বিহারে কি এনডিএ-র শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা হয়ে গেল? সর্ব ভারতীয় একটি নিউজ পোর্টাল অন্তত তেমনটাই দাবি করেছে। ওই পোর্টালের দাবি, আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য এনডিএ-র শরিক দলগুলির মধ্যে একটা আসন সমঝোতা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে যৌথ বৈঠকে বিহারের ৪০টি লোকসভা আসনের বন্টন হয়েছে, যেখানে জেডিইউ প্রধান নীতীশ কুমারও ছিলেন।

বিহারে লোকসভা আসন মোট ৪০টি। তার মধ্যে নীতীশ নিজের দল জেডিইউ-এর জন্য পেতে পারেন ১৬টি আসন। বিজেপিকে আসন দেওয়া হতে পারে ১৭টি। এ ছাড়া রামবিলাস পাসোয়ানের দল পেতে পারে ৫টি আসন এবং দু’টি আসন পেতে পারে উপেন্দ্র কুশওয়া। তবে এই দু’টি আসন শেষ মুহূর্তে বিজেপি এবং জেডিইউ-এর মধ্যে একটা করে ভাগ করেও নেওয়া হতে পারে। এমনটাই দাবি করা হয়েছে ওই পোর্টালে। এই সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে ওই আসন বন্টনের কথা ঘোষণা করা হতে পারে।

২০১৪-র লোকসভা নির্বাচনে নীতীশ কুমারে জেডিইউ পেয়েছিল মাত্র ২টি আসন। বিজেপি ২২টি আসন জিতেছিল। সেই জায়গায় এ বার বিজেপি পাঁচটি আসনে নিজেদের প্রার্থী দিচ্ছে না। সেটা কি নীতীশের চাপে পড়ে, প্রশ্ন উঠছে। রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছিল ৬টি আসন। কংগ্রেস পেয়েছিল ১টি। ৪টি আসন পেয়েছিল লালুপ্রসাদের আরজেডি।

সিবিআই বনাম সিবিআই

পরের বছরেই বিহারে ছিল বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বিহারে লালুপ্রসাদের আরজেডির সঙ্গে মহাজোট করে নীতীশের দল। ভোটে বিপুল ভাবে জয় পায় জোট। বিজেপি কার্যত হালে পানি পায়নি। সেই জোটের মুখ্যমন্ত্রী হন ‌ীতীশ। পরে যদিও জোট ভেঙে যায়। তার পর ফের বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিহারে সরকার টিকিয়ে রেখেছেন নীতীশ কুমার। আবার এনডিএ। এ বার সেই এনডিএ-তেও নিজের দলের জন্য অনেকগুলি আসনই বাগিয়ে নিতে চাইছেন নীতীশ। বিজেপির সঙ্গে অনেক দর কষাকষি এবং ঠান্ডা যুদ্ধের পর তিনি ১৬টি আসনে প্রার্থী দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

• বিহারে লোকসভা আসন মোট ৪০টি।
• তার মধ্যে নীতীশ নিজের দল জেডিইউ-এর জন্য পেতে পারেন ১৬টি আসন।
• বিজেপিকে আসন দেওয়া হতে পারে ১৭টি।
• এ ছাড়া রামবিলাস পাসোয়ানের দল পাবে ৫টি আসন।
• দু’টি আসন পাবেন উপেন্দ্র কুশওয়া।
• তবে এই দু’টি আসন শেষ মুহূর্তে বিজেপি এবং জেডিইউ-এর মধ্যে একটা করে ভাগ করেও নেওয়া হতে পারে।

0
0

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন