বিজ্ঞাপন

কনওয়ালজিৎ সিং ধিলোঁ: কাশ্মীরে অস্ত্র হাতে তুলে নিলেই গুলি করা হবে

কনওয়ালজিৎ সিং ধিলোঁ ভারতীয় সেনার চিনার কোর-এর কমান্ডার। পুলওয়ামায় এনকাউন্টারে তিন জঙ্গি খতম করার পরই কঠোর বার্তা দিলেন তিনি।
বিজ্ঞাপন

কনওয়ালজিৎ সিং ধিলোঁ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: কনওয়ালজিৎ সিং ধিলোঁ ভারতীয় সেনার চিনার কোর-এর কমান্ডার। পুলওয়ামায় এনকাউন্টারে তিন জঙ্গি খতম করার পরই সেনার তরফে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের কঠোর বার্তা দিলেন তিনি। স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘‘কাশ্মীরে অস্ত্র হাতে তুলে নিলেই গুলি করা হবে।’’

মঙ্গলবার সেনা, সিআরপি এবং রাজ্য পুলিশ একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে। সেখানে ধিলোঁ দাবি করেন, পুলওয়ামায় জঙ্গি হানার ১০০ ঘণ্টার মধ্যেই গোটা উপত্যকা থেকে জইশ জঙ্গিদের নিকেশ করা গিয়েছে। হামলার নেপথ্যে থাকা জইশ-ই-মহম্মদের জঙ্গিদের পাক সেনা এবং আইএসআই নিয়ন্ত্রণ করে বলেও এ দিন জানিয়ে দেন কনওয়ালজিৎ সিং ধিলোঁ।

তিনি জানান আগামী দিনে আরও শক্ত হাতে জঙ্গিদের দমন করা হবে। প্রয়োজনে কড়া পদক্ষেপ করতে দ্বিধা করবে না তারা। তিনি বলেন, ‘‘উপত্যকয়া জঙ্গি কার্যকলাপ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যে কাশ্মীরি যুবকেরা হাতে বন্দুক তুলে নেবে, তাদের গুলি করে মেরে ফেলা হবে।’’ তবে তিনি এটাও জানান, যে যুবকেরা আত্মসমর্পণ করবেন, তাঁদের সামাজিক সুরক্ষা দেবে সেনা।

সোমবারই পুলওয়ামার পিংলিশ গ্রামে অভিযান চালিয়ে তিন জইশ জঙ্গিকে মারে ভারতীয় সেনা। তাদের মধ্যে নিহত কামরান ছিল পুলওয়ামায় আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড। প্রাথমিক ভাবে অন্তত তেমনটাই জানা গিয়েছিল। এ ছাড়া ছিল হিলাল আহমেদ নামেও এক জঙ্গি মারা যায় বলে সেনার তরফে দাবি করা হয়। ওই হামলায় এক স্থানীয় এক বাসিন্দারও মৃত্যু হয়। তিনি ওই জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ।

অন্য দিকে, ভারতীয় সেনার মেজর বিভূতিশঙ্কর ধৌনদয়াল, সিপাই হরি সিং, অজয় কুমার, হাবিলদার শেও রাম এবং জম্মু কাশ্মীরের হেড কনস্টেবল আবদুল রশিদ কলসও ওই এনকাউন্টারে জঙ্গিদের গুলিতে মারা যান। ওই ঘটনার পরই এ দিন তিন বাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেনার পক্ষে কনওয়ালজিৎ সিং ধিলোঁ ছাড়াও ছিলেন সিআরপি-র ডিজি জুলফিকার হাসান এবং কাশ্মীর পুলিশের আইজি এপ পি পানি।

কূটনৈতিক শিবিরের দাবি, পাকিস্তানকে তো বটেই, ওই সাংবাদিক বৈঠকেই সাধারণ কাশ্মীরিদের বিরুদ্ধেও নরমে-গরমে বার্তা দিতে চেয়েছে সেনা। পুলওয়ামায় আত্মঘাতী হামলার শিকড় যে পাকিস্তানেই এবং তাদের পৃষ্ঠপোষক যে পাক সেনা এবং আইএসআই সে কথা এ দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কনওয়ালজিৎ সিং ধিলোঁ। কোনও অনুপ্রবেশকারী এ দেশে ঢুকলে আর বেঁচে ফিরতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on February 20, 2019 2:37 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন