বিজ্ঞাপন

দেশে করোনা আক্রান্ত দেড় লাখ, রাজ্যে ৪ হাজার ছাড়াল

দেশে করোনা আক্রান্ত দেড় লাখ ছাড়িয়ে গেল বুধবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: দেশে করোনা আক্রান্ত দেড় লাখ ছাড়িয়ে গেল বুধবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এ দিন পর্যন্ত সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে সংক্রমণের শিকার হয়েছেন ৬ হাজার ৩৮৭ জন।

অন্য দিকে, পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ১৯২। এ রাজ্যে এখনও পর্যন্ত ২১৭ জনের মৃত্যু হয়েছে করোনাতে। কো-মর্বিডিটিতে আগেই ৭২ জনের মৃত্যু হয়েছিল। এ দিন এই পরিসংখ্যান দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই প্রতি দিন অনেক মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এ রাজ্যে এখনও পর্যন্ত মোট ১ হাজার ৫৭৮ জন কোভিড আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

সারা দেশেই করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনায় সুস্থ হয়ে ওঠার হার এখন আগের থেকে বেড়ে ৪১.৬১ শতাংশ হয়েছে। সারা দেশে মোট ৬৪ হাজার ৪২৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ১৭০ জনের। তার জেরে সারা দেশে করোনায় মোট মৃত চার হাজার ৩৩৭ জন। যদিও কেন্দ্রীয় সরকার জানিয়েছে কো-মর্বিডিটির কারণে ৭০ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে। পৃথিবীর মধ্যে ভারতে করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম বলেও দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, তা ২.৮৭ শতাংশ।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫৪ হাজার ৭৫৮। মৃত্যু হয়েছে এক হাজার ৭৯২ জনের। সারা দেশে মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগই মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে তামিলনাড়ু, দিল্লি ও গুজরাতেও। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২৮ জন। গুজরাতে মোট করোনা রোগী এখন ১৪ হাজার ৮২১ জন। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪৬৫ জন। এ ছাড়াও সংক্রমণ বাড়ছে মধ্যপ্রদেশ (৭০২৪), রাজস্থান (৭৫৩৬), উত্তরপ্রদেশ (৬৫৪৮), অন্ধ্রপ্রদেশ (৩১৭১)-সহ একাধিক রাজ্যে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on May 27, 2020 8:39 pm

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন