বিজ্ঞাপন

বিহার জয়ের পর নরেন্দ্র মোদী দলীয় সদর দফতরে, সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন

বিহার জয়ের পর নরেন্দ্র মোদী দলীয় সদর দফতরে গেলেন। বিহারে বিধানসভা ভোটে জয়ের জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতে বুধবার সেখানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজ্ঞাপন

দলের সদর দফতরে নরেন্দ্র মোদী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: বিহার জয়ের পর নরেন্দ্র মোদী দলীয় সদর দফতরে গেলেন। সেখান থেকে সমর্থকদের জানালেন ধন্যবাদ।

বিহারে বিধানসভা ভোটে জয়ের জন্য সমর্থকদের ধন্যবাদ দিতে বুধবার দিল্লিতে দলের সদর দফতরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার জয়ের পর নরেন্দ্র মোদী সেখানে বলেন, ‘‘এই নির্বাচনে বিজেপি, এনডিএ-কে বিপুল মানুষ সমর্থ করেছেন। করোনার এই সঙ্কটে ভোট করানো খুব কঠিন ছিল। আগে বিহারে ভোট মানেই কত লোক মারা গেছে এই খবর থাকত, এখন সেটা বদলেছে। এখন ভোটের হার নিয়ে খবর হয়। গণতন্ত্রের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।’’


দেশের সব খবর জানতে এখানে ক্লিক করুন

বক্তব্যের শেষের দিকে মোদী জানান, গণতান্ত্রিক ভাবে বিজেপি-র মোকাবিলা করতে না পেরে কিছু লোক বিজেপি কর্মীদের হত্যা করার পথ বেছে নিচ্ছে। তিনি বলেন, ‘‘হত্যালীলা চালিয়ে কখনও ভোটে জেতা যায় না।’’ বিহার জয়ের পর নরেন্দ্র মোদীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবির। কারণ, এর পর এ রাজ্যে ভোট। এখানে বিজেপি দলীয় কর্মীদের খুন করা হচ্ছে বলে মাঝে মাঝেই অভিযোগ তোলে। মোদী এ দিন বলেন, “বিজেপি কর্মীদের হত্যা করে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করা সম্ভব নয়। আমি এমন ব্যক্তিদের হুঁশিয়ারি দেব না। সেই কাজ জনতা করবেই। আমি কেবল তাদের বোঝানোর চেষ্টা করছি যে, গণতন্ত্রে জয়-পরাজয় হয়েই থাকে। কিন্তু মৃত্যুর খেলা গণতন্ত্রে চলতে পারে না। মৃত্যুর খেলা খেলে কেউ ভোট পেতে পারে না।’’

এ দিন সন্ধ্যা ৭.১০ মিনিটে বিজেপি-র সদর দফতরে পৌঁছন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, ‘‘আত্মনির্ভর বিহারের উপর যে আস্থা রেখেছে বিহারের মানুষ তার জন্য কৃতজ্ঞ। আসলে বিহারে বিশ্বাস জিতেছে। যে ভাবে বিহারের জনতা জবাব দিয়েছে, আমার জবাব সে রকম স্পষ্ট। করোনার সময় রেশন এবং গরিবদের জন্য যে পদক্ষেপ করেছে সরকার, তার ফল এই জয়। করোনার বিরুদ্ধে ভারত যে ভাবে লড়েছে, বিশ্বের আর কোথাও এমন দেখা যায়নি। বিজেপির সফলতার নেপথ্যে রয়েছে দলের গভর্ন্যান্স মডেল। উন্নয়নই ভোটে জয়ের চাবি।’’ এর পর ভাষণের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘নিজের পরিবার, নিজের খেয়াল রেখে দিওয়ালি পালন করুন।’’

মোদী কী বললেন…

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on November 12, 2020 3:13 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন