বিজ্ঞাপন

মোদীর জন্মদিনে ২.৫ কোটি টিকা, ভারতে একদিনে এটিই সর্বোচ্চ

মোদীর জন্মদিনে ২.৫ কোটি টিকা দিয়ে রেকর্ড করল সরকার। সরকারের তরফে আজকের দিনে লক্ষ্য ছিল ২.৫ কোটি ভ্যাকসিন দেওয়ার। দুপুরের মধ্যেই ১ কোটি হয়ে গিয়েছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: মোদীর জন্মদিনে ২.৫ কোটি টিকা দিয়ে রেকর্ড করল সরকার। সরকারের তরফে আজকের দিনে লক্ষ্য ছিল ২.৫ কোটি ভ্যাকসিন দেওয়ার। দুপুরের মধ্যেই ১ কোটির লক্ষ্যমাত্রা পেড়িয়ে গিয়েছিল। বিকেল ৫টার মধ্যে তা পেড়িয়ে যায় ২ কোটির লক্ষ্যমাত্রা। সরকারি ট্র্যাকারের সৌজন্যে যা উঠে এল তা হল, প্রতি মি‌নিটে ৪২ হাজার টিকাকরণ হয়েছে এদিন। কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইটে লেখেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দুপুর ১.৩০ পর্যন্ত দেশ ১ কোটি টিকার লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত এটিই দ্রুততম।  এবং আমরা ক্রমশ এগিয়ে চলেছি।’’

এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘আমার বিশ্বাস আজ আমরা নতুন রেকর্ড করব টিকাকরণে। এটা প্রধানমন্ত্রীর উপহার।’’ স্বাস্থ্য দফতরের তরফে বিকেল ৫টা নাগাদ টুইট করে জানানো হয়, দেশে একদিনে কোভিড টিকা ২ কোটি হয়ে গিয়েছে। জাতীয় স্বাস্থ্য কৃর্তপক্ষের মুখ্য আধিকারিক আরএস শর্মা টুইটে লেখেন, ‘‘আমরা মিনিটে ৪২ হাজার ও সেকেন্ডে ৭০০ টিকাকরণ করছি। কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারতে নিয়মিত টিকাকরণ উদ্‌যাপন করছি।’’

কেন্দ্র সরকারের মূল লক্ষ্য আগামী বছর যে সব রাজ্যে নির্বাচন রয়েছে সেখানে যাতে সকলের টিকার প্রথম ডোজ নেওয়া হয়ে যায়। সেই লক্ষ্যে পৌঁছতে  বিজেপি স্বাস্থ্য স্বেচ্ছ্বাসেবক তৈরি করছে যাতে  যত বেশি সম্ভব মানুষ প্রতিদিন কোভিড টিকা পেতে পারেন তা নজরে রাখা। সম্প্রতি ভারত, একাধিকবার একদিনে ১ কোটির বেশি কোভিড টিকা দেওয়া রেকর্ড গড়েছে। বিজেপি নেতার মতে, দল চাইছে কোভিড টিকাকরণের ক্ষেত্রে দেশকে ইতিহাসে তুলে রাখতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে ৫ লাখ টিকা সম্পূর্ণ হয়েছে। গত ৭ দিএর তুলনায় এটিই সর্বোচ্চ। দুপুরের মধ্যে বিহারে টিকা নিয়েছেন ৭.৩ লাখ। গত তিনদিনের তুলনায় তিনগুণ বেশি। মধ্যপ্রদেশে ৫ লাখের উপর মানুষ টিকা নিয়েছেন,যা গত দু’দিনের তুলনায় ৭৫ শতাংশ বেশি। এভাবেই নরেন্দ্র মোদীর জন্মদিনে স্মরণীয় করে রাখতে চাইছে দল।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

0
0

This post was last modified on September 18, 2021 12:49 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন