বিজ্ঞাপন

আস্থাভোটে মোদী জিতলেন, নাটকীয় সব মুহূর্তের সাক্ষী রইল লোকসভা

আস্থাভোটে মোদী জিতলেন, লোকসভা নির্বাচনের আগে বিজেপি দেখিয়ে দিল বিরোধী জোট কার্যত ছত্রভঙ্গ।
বিজ্ঞাপন

আস্থাভোটে মোদী জিতলেন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাস্ট দুনিয়া ডেস্ক: আস্থাভোটে মোদী জিতলেন, লোকসভা নির্বাচনের আগে বিজেপি দেখিয়ে দিল বিরোধী জোট কার্যত ছত্রভঙ্গ। শুক্রবার প্রায় ১২ ঘণ্টার অধিবেশন শেষে মোদী সরকার ৩২৫টি ভোট পেল। আর বিরোধীরা থেমে গেল ১২৬-এ।

বুধবার লোকসভায় টিডিপি মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। কংগ্রেস-সহ বেশ কয়েকটি দল সেই প্রস্তাবে সমর্থন জানায়। লোকসভার স্পিকার শেষে সেই প্রস্তাব গ্রহণও করেন। তার পরেই স্পিকার জানিয়ে দেন শুক্রবার আস্থা ভোট হবে লোকসভায়। শুক্রবার গভীর রাতে সেই আস্থাভোটে মোদী জিতলেন ৩২৫টি ভোট পেয়ে।

এ দিন সকাল ১১টা নাগাদ লোকসভার অধিবেশন সুরু হয়। তার আগেই এনডিএ জোটসঙ্গী শিবসেনা জানিয়ে দেয়, তারা আস্থাভোটে অংশ নেবে না। ওড়িশার নবীন পট্টনায়কের দল বিজেডি-ও একই কথা জানায়। তেলঙ্গনার শাসক দল টিআরএস-ও একই ভূমিকা নেয়। বিজেডি এবং টিআরএস-এর এই ভূমিকায় বিরোধী জোটের একটা চিত্র সকালেই স্পষ্ট হয়ে যায়। এর পরেই শুরু হয় আস্থাভোটের পক্ষে বিপক্ষে আলোচনা। একে একে সব দলের তরফেই বক্তৃতা রাখা হয়।

মোদীতে অনাস্থা, বিরোধীদের আবেদন মঞ্জুর করে শুক্রবার লোকসভায় আস্থাভোট

তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভাষণ। তিনি একের পর এক বাক্যে মোদী সরকারকে তুলোধনা করেন। আক্রমণ করেন মোদীকেও। তার পর বক্তৃতা শেষে রাহুল গোটা লবি ধরে হেঁটে পৌঁছে যান মোদীর কাছে। তার পরেই তাঁকে জড়িয়ে ধরেন। এমন ছবি ভারতীয় রাজনীতিতে বড়ই বিরল। আলিঙ্গনের পর ফের রাহুল ফিরে আসে‌ন নিজের আসনে। কিন্তু, তত ক্ষণে দেশ জুড়ে রাহুলের ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। একটু আগেই যাঁকে তুলোধনা করলেন রাহুল, তাঁকেই পর মুহূর্তে কী ভাবে এবং কী ভেবে জড়িয়ে ধরলেন তিনি! একটা সময়ে তাঁকে লোকসভারই কোনও সদস্যকে চোখ টিপতেও দেখা যায়। সেই চোখ টেপার ঘটনা নিয়েও ট্রোল হতে হয় কংগ্রেস সভাপতিকে।

নরেন্দ্র এবং রাহুল গান্ধী। শুক্রবার লোকসভায়।

বিরোধীরা যতই সমালোচনা করুক বা এক জোট হয়ে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনুক না কেন, দিনের শেষে আস্থা ভোটে মোদী জিতলেন। এবং সংখ্যাটা নেহাত কম নয়। মোদী এ দিন অধিবেশনের শেষ পর্বে বলতে উঠে, গত চার বছরে তাঁর সরকার দেশের উন্নয়নে কী কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরে বিরোধীদের আক্রমণ শা‌নিয়েছেন। কৃষক থেকে গরিব মানুষ— সকলের পাশে মোদী সরকার কী ভাবে দাঁড়িয়েছে, সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন লোকসভায় শিবসেনা, বিজেডি এবং টিআরএস সদস্যরা ভোট দানে বিরত ছিলেন। তাঁদের বাদ দিয়ে মোট ৪৫১ জন সাংসদ এ দিন লোকসভায় হাজির ছিলেন। তার মধ্যে ৩২৫টি ভোট গিয়েছে মোদীর ঝুলিতে। আর ১২৬টি ভোট গিয়েছে বিরোধীদের পক্ষে। সদস্য সংখ্যা কমে যাওয়ায় এ দিন লোকসভার ম্যাজিক সংখ্যা নেমে যায় ২২৬-এ। বড় সহজেই জয় পেয়ে যাওয়ায় বিজেপি বুঝিয়ে দিল, লোকসভার ভোটের আগে বিরোধীরা সত্যিই বড় দুর্বল।

0
0

This post was last modified on July 23, 2018 12:40 am

বিজ্ঞাপন
admin:
বিজ্ঞাপন
Related Post

This website uses cookies.

বিজ্ঞাপন