বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই বলে আসছেন অক্টোবরেই তৃতীয় ঢেউ আছড়ে পড়বে ভারতে। যা ছাঁপিয়ে যাবে দ্বিতীয় ঢেউকেও। দ্বিতীয় ঢেউ তছনছ করে দিয়েছিল গোটা ভারতকে। সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি দেশ। তার মধ্যেই তৃতীীয় ঢেউয়ের আগমনবার্তা দিচ্ছেন কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। তৃতীয় ঢেউ বদের সঙ্গে সঙ্গে শিশুদেরও কাবু করবে বলেও মনে করা হচ্ছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশানুসারে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের অধিনে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি এই রিপোর্ট দিয়েছে। তাঁদের মতে, দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তৃতীয় ঢেউ। তাই এখনই সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং পরিকাঠামোর উন্নতি করতে বলা হয়েছে।