শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে আগুন লাগার পর বাসের চালক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নেমে পড়েন কিন্তু ভেতরে আটকে পড়া যাত্রীদের সাহায্য করার পরিবর্তে ভয়ে সেখান থেকে পালিয়ে যান। যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় এবং বাসের মধ্যেই আটকে পড়েন যাত্রীরা। বাসে থাকা ৪৩ জনের মধ্যে ১৯ জন আগুনে পুড়ে মারা যান এবং আগুন লাগার আগে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীও মারা যান। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী এসি স্লিপার বাসটি শুক্রবার ভোর ৩টের দিকে কুর্নুলে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাইকটি বাসের নিচে আটকে যায় এবং বাসটি তাকে টেনে নিয়ে যায় অনেক দূর পর্যন্ত। এর ফলে তৈরি হওয়া ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়, যা পুরো বাসে ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।