অলিম্পিক কুস্তিতে রুপো রবি কুমার দাহিয়ার

আগের দিনই সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছতেই রুপে নিশ্চিত হয়ে গিয়েছিল কুস্তিগির রবি দাহিয়ার। এদিন তিনি নেমেছিলেন সোনার লক্ষ্যে। গোটা দেশ সোনার স্বপ্ন দেখেছি তাঁকে ঘিরে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই দিয়েও রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে তিনি হারলেন রাশিয়ার জাভুর উগুয়েভের কাছে। শুরু থেকে লড়াই দিলেও বিশ্বচ্যাম্পিয়ন জাভুরকে পিছনে ফেলতে পারেননি। তবে তাঁর প্রতিপক্ষকে সহজ জয় ছিনিয়ে নিতেও দেননি রবি। যার ফল ৪-৭-এ তিনি ম্যাচ হেরে যান। সেমিফাইনালে অনেকটা পিছিয়ে থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে পৌঁছেছিলেন এদিনও তেমনই স্বপ্ন দেখেছিল গোটা দেশ শেষ পর্যন্ত। ব্রোঞ্জ পদক ম্যাচে হারলেন দীপক পুনিয়া। রবিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।