নিউমোনিয়ায় আক্রান্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বেশি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মঙ্গলবার মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। পিটিআইকে জানিয়েছেন, তাঁর স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ। আপাতত তাঁর চিকিৎসা চলছে হিন্দুজা হাসপাতালে। রত্না পাঠক বলেন, সামান্য সমস্যা দেখা দিয়েছিল কিন্তু এখন ঠিক আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বলিউডের এই দাপুটে অভিনেতা এখন নেট মাধ্যমেও দাঁপিয়ে কাজ করছেন। কখনও থেমে থাকতে দেখা যায়নি তাঁকে। দারুণ ফিট।বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও তাঁকে বিভিন্ন ছবিতে কাজ করতে দেখা গিয়েছে।