হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা অমল পালেকর। তাঁকে ভর্তি করা হয়েছে পুনের দীনানাত মঙ্গেশকর হাসপাতালে। অভিনেতার স্ত্রী জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হলেও তাঁর অবস্থা স্থিতিশীল। চিন্তার কোনও কারণ নেই। আগের থেকে ভাল রয়েছে। অমল পালেকরের বয়স এখন ৭৭। বড় কোনও রোগের কথা শোনা যায়নি আগেও। তবে জানা গিয়েছে অতিরিক্ত ধূমপান করায় এর আগেও তিনি অসুস্থ হয়েছিলেন। এবারও হয়তো তেমনই কিছু হয়েছে বলে মনে করা হচ্ছে। বলিউডে ভিন্নধর্মী ছবি করার জন্য খ্যাত ছিলেন তিনি। তার মধ্যে অন্যতম রজনীগন্ধা, চিতচোর, ছোটি সি বাত।