ভাইপো আবেশ অসুস্থ। জ্বর নিয়ে ভর্তি এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে মিনিট আটেক হাসপাতালে ছিলেন মমতা। এ দিন সন্ধ্যায় নবান্ন থেকে কালীঘাটের বাড়িতে ফেরার পথে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে যান মুখ্যমন্ত্রী। সেখানে কেবিনে চিকিৎসাধীন তাঁর দাদা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ। তাঁর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আবেশের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন।