টানাপড়েন চলছিলই। শেষ পর্যন্ত ইস্তফা দিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। ১৭ জুন থেকে কার্যকর হবে। ততদিন তিনিই তাঁর দায়িত্ব সামলাবেন। তিনি তাঁর ইস্তফায় কারণ হিসেবে ব্যক্তিগত ও শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু সূত্রের খবর আইএফএ-র অন্দরে রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি কোষাধজ্ঞ নির্বাচন নিয়ে তাঁর বিরুদ্ধে অনেকেই দাঁড়িয়েছিলেন। তার পর আইএফএ-র লোগো পরিবর্তন করে সমালোচনার মুখে পড়েছিলেন। সব মিলে বেশ বিপাকেই পড়েছিলেন সচিব। শেষ পর্যন্ত সরেই দাঁড়াতে হল। এবার দেখার, সচিব পদের দাবিদার হয়ে কার কার নাম উঠে আসে।