আইএসএল-র শেষ ম্যাচেও হারল এসসি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি-র সুনীল ছেত্রীর গোলে হেরে গেল লাল-হলুদ। শনিবারের ম্যাচে হেরে লিগে শেষেই রইল তারা। ২৪ মিনিটের মাথায় গোল করেন সুনীল। বাকি ম্যাচে সেই গোল শোধ করার চেষ্টা করে গেল লাল-হলুদ। ১৭টা শট নিল গোলের উদ্দেশে, কিন্তু গোল এল না। এ বারের আইএসএল-এ একটি মাত্র ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। বাকি ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হার এবং ৮টিতে হার।