মুম্বই ইন্ডিয়ানকে দারুণ একটা শুরু দিয়েছিলেন ঈশান কিষান। সঙ্গে করে ফেললেন রেকর্ডও। এই আইপিএল-এ মুম্বইয়ের প্রাপ্তির খাতায় লেখা থাকবে ঈশান কিষানের এই ইনিংস। শুক্রবার আবু ধাবিতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মরসুমের কঠিনতম ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে ১৬ বলে হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে মুম্বইয়ের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড করে ফেললেন ঈশান। এই আইপিএল-এর এটিই দ্রুততম ৫০। এই রানে পৌঁছতে তিনি ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাকালেন। এর আগে এই রেকর্ড যুগ্মভাবে ছিল হার্দিক পাণ্ড্যে ও কেরন পোলার্ডের দখলে। পোলার্ড ১৭ বলে হাফসেঞ্চুরি করেছেন দু’বার। আইপিএল-এর দ্রুততম ৫০ রয়েছে লোকেশ রাহুলের দখলে। তিনি ১৪ বলে করেছিলেন ২০১৮-তে।