বার বার তৃতীয় ঢেউ নিয়ে সাবধান করছে সরকার। যেন এখনই মানুষ লাগামছাড়া না হয়ে যায়। কিন্তু রোখা যাচ্ছে না। আর তাতেই সিঁদূরে মেঘ দেখছে প্রশাসন। ট্যুরিস্ট স্পটগুলো খুলতেই কাতাড়ে কাতাড়ে মানুষ হাজির হচ্ছে সেখানে। বালাই নেই কোনও কোভিড নিয়মের। সব মিলে হঠাৎই ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছিল দেশে। তবে আতঙ্ক ছড়ানোয় আবার রাজ্যগুলো কড়া হতে শুরু করেছে। কোভিড বিধি মেনেই পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে। এই অবস্থায় নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ডঃ ভিকে পল জানিয়েছেন, কোভিড সংক্রমণ কমে আসা একটা সাবধানবার্তা। আগামী ১০০-১২৫ দিন খুবই গুরুতর ভারতের জন্য কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে।