রাজ্যে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কোভিড আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও উত্তর ২৪ পরগনা ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এদিনও সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০৬। রাজ্যে যেখানে মোট আক্রান্ত ৭৬৬ জন সেখানে উত্তর ২৪ পরগনার সংখ্যা প্রশাসনের চিন্তার বড় কারণ। তার পরই রয়েছে দার্জিলিং। সেখানে এদিন আক্রান্ত হয়েছেন ৬৯ জন। তার পর কলকাতায় আক্রান্ত ৬৪ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। তার মধ্যে ৪ জন করে উত্তর ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরের। তার মধ্যেই কিছুটা শিথিল করা হয়েছে কোভিড বিধি। খুলছে সিনেমা হল। সব মিলে আতঙ্কের সময় এখনও কাটেনি পশ্চিমবঙ্গে।