মঙ্গলবারের পর আবার বৃহস্পতিবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। একে তো লাখে লাখে মানুষ ঘর ছাড়া। নিরাপত্তা ব্যবস্থা শূন্যতে পৌঁছে গিয়েছে তালিবান অভ্যুত্থানের সঙ্গে। মানুষ পালাচ্ছে দেশ ছেড়ে। এখন যেন অন্য দেশই ভরসা। তার মধ্যেই প্রকৃতিও জবাব দিতে শুরু করে দিল। দু’দিনের ভূমিকম্পে বড়সড় কোনও ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়েছে। এদিন সকাল ৯.৫২ মিনিট নাগাদ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫। কম্পনের কেন্দ্র আফগানিস্তানের বরাজক থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বের খিঞ্জ এলাকায়। মঙ্গলবারে ভূমিকম্পের কেন্দ্র ছিল ফৈজাবাদ থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
Earthquake of Magnitude:4.5, Occurred on 19-08-2021, 11:22:49 IST, Lat: 35.53 & Long: 69.84, Depth: 92 Km ,Location: 122km NNE of Kabul , Afghanistan for more information download the BhooKamp App https://t.co/abxHYJonry@ndmaindia @Indiametdept pic.twitter.com/9mQVHm8kfg
— National Center for Seismology (@NCS_Earthquake) August 19, 2021