এবার চার হাজারের গণ্ডি পেড়িয়ে গেল ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৪৪৩৫ জন। গত সেপ্টেম্বরের শেষের পর কোভিড আক্রান্তের সংখ্যা আবার চার হাজারের গণ্ডি পেড়িয়ে গেল। একদিনের মৃত্যু হয়েছে ১৫ জনের। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,৩০,৯১৬। অ্যাক্টিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ২৩,০৯১। গত বছর ২৫ সেপ্টেম্বর কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৪৭৭৭ জন। মৃতদের মধ্যে চারজন করে মহারাষ্ট্র, কেরলের। একজন করে ছত্তিশগড়, দিল্লি, গুজরাত, হরিয়ানা, কর্নাটক, পণ্ডিচেরী ও রাজস্থান।