রাজ্যের কোভিড পরিস্থিতিতে কিছুতেই পাকাপাকিভাবে বাগে আনা যাচ্ছে না। কখনও কমে স্বস্তি দিচ্ছে তো কখনও একলাফে বেড়ে যাচ্ছে অনেকটা। যে কারণে এখনও বিধি নিষেধের বাধন পুরোপুরি আলগা করতে পারেনি রাজ্য সরকার। অনেকটাই শিথিল হলেও রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। যেমন লোকাল ট্রেনে রাশ বা রাত্রীকালীন কার্ফুর মতো বিধি নিষেধ রয়ে গিয়েছে। তার মধ্যেই বৃহস্পতিবার বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। বেড়েছে মৃত্যুও। এদিন কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। বেড়েছে কলকাতায় আক্রান্তের সংখ্যা যা ১২২-এ পৌঁছে গিয়েছে। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১০২ জন। তৃতীয় হাওড়া, সেখানে আক্রান্ত ৫৪ জন। সব থেকে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। এদিন সুস্থ হয়ে ফিরেছেন ৭৪৯ জন।