আমেরিকায় বন্দুকবাজের দৌড়াত্মে আতঙ্কে মানুষ। স্কুল, কলেজ থেকে বাজার, রাস্তা—কোথাও ছাড় পাওয়া যাচ্ছে না বন্দুকবাজদের হামলা থেকে। এবার এই সব কিছুকে ছাপিয়ে হামলা চলল ট্রেনে। বুধবার সকালে সান ফ্রান্সিসকোর মিউনি ট্রেনে আচমকাই হামলা চালায় এক বন্দুকবাজ।মিউনি ফরেস্ট হিল থেকে ট্রেনটি যাচ্ছিল কাস্ত্রোর উদ্দেশে। ট্রেন গন্তব্যে পৌঁছনোর কিছু আগেই গুলি চালাতে শুরু করে সেই ব্যক্তি। ট্রেন স্টেশনে ঢুকলে সে নেমে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। অন্য একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আততায়ীর পরিচয় জানা না গেলেও মৃত ব্যক্তি নাকি তার পরিচিত ছিল এবং দু’জনের মধ্যে সমস্যা ছিল। শুরু হয়েছে খোঁজ।