গত ২৪ ঘণ্টায় আরও খানিকটা কমল রাজ্যের কোভিড সংক্রমণ। কমেছে মৃত্যুও। রাজ্যে দশমীর দিনের পরিসংখ্যান বলছে ৪৫১ জন কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন। তবে এতে খুব উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই। উৎসবের কারণে অনেকটাই কমেছে কোভিড পরীক্ষাও। স্বাভাবিক ভাবেই যার ফলে সংক্রমণও কমছে বলে মনে হচ্ছে। পরীক্ষা বাড়লে কী হবে সেটাই দেখার। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এদিন কলকাতায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৮৪ জন। আগের দিনের তুলনায় কলকাতায় বাড়লেও কমেছে উত্তর ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনা মারা গিয়েছেন ৪ জন। সুস্থ হয়েছেন ৫০৬ জন। সেটিও আগের তুলনায় কম।