আগেই অলিম্পিকের দলগত ও একটি ব্যক্তিগত ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিশ্বের সেরা মহিলা জিমন্যাস্ট সিমোন বাইলস। শনিবার আরও দুটো ফাইনাল থেকে নাম তুলে নিলেন আমেরিকার এই জিমন্যাস্ট। ইউএসএ জিমন্যাস্টিকসের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, মেডিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়ার পর বাইলস সিদ্ধান্ত নিয়েছেন ভল্ট ও আনইভেন বারস ইভেন্টের ফাইনালে নামবেন না। তাঁর দিকে নিয়মিত নজর রাখা হচ্ছে। তিনি মানসিক অবসাদে ভুগছেন। তাই অলিম্পিকের বিপুল পরিমান চাপ নিয়ে লড়াই করতে পারছেন না। আর সে কারণেই পর পর ইভেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন।