গত বছর নতুন দল করার পরিকল্পনা থেকে সরে এসেছিলেন। এবার পুরনো দলও ভেঙে দিলেন রজনীকান্ত। শুধু ভেঙে দিলেন না তাঁর দল ‘রজনী মাক্কাল মান্দ্রাম’ তুলে দিলেন। এতদিন যাঁরা এই দলের সদস্য ছিলেন তাঁরা রজনীকান্ত ফ্যানস ক্লাবের হয়ে কাজ করবে বলে জানিয়েছেন এই অভিনেতা-রাজনীতিক। ছ’মাস আগেই জানিয়েছিলেন, শারীরিক কারণে রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান তিনি। এদিন সদস্যদের সঙ্গে বৈঠকের পর দল তুলে দেওয়ার কথা ঘোষণা করেন। সঙ্গে এও জানিয়ে দেন আর রাজনীতিতে ফেরার কোনও পরিকল্পনা নেই। মানুষের সেবার কাজ চালিয়ে যাবেন তিনি। তবে দল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা যে তাঁর জন্য সহজ ছিল না তাও জানিয়েছেন তিনি।