আবারও আরজি করের ঘটনাকে নাড়িয়ে দিল আরও একটি মৃত্যু। এবার পঞ্চম শ্রেণির ছাত্রী সঞ্জনা সিংয়ের মৃত্যুতে জুড়ে গেল সঞ্জয়ের নাম। সঞ্জয় আরজি কর কান্ডের মূল অভিযুক্ত, এই মুহূর্তে জেলেই রয়েছে। এই সঞ্জনা সঞ্জয়ের দিদির মেয়ে। বাবা ভোলা সিং ও মা সৎ মা পুজা রায়। পুজা আবার সঞ্জনা মাসিও। মঙ্গলবার ভোলা ও পুজার বাড়ির আলমারি থেকে তাদেরই মেয়ের অর্ধ ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বছর খানেক আগে সঞ্জনার মা ও ভোলার প্রথম স্ত্রীর মৃ্ত্যুর পর তারই বোন পুজাকে বিয়ে করেন ভোলা। মাত্র ১০ বছর বয়সী সঞ্জনার মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়েছে। প্রাথমিকভাবে ময়না তদন্তে মনে করা হচ্ছে আত্মহত্যা। তবে সে কেন আত্মহত্যা করবে সেদিকটি খতিয়ে দেখা হচ্ছে। ভোলা ও পুজাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চলছে তদন্ত।