অঘটনটা ঘটেই গেল বুধবার। উইম্বলডন থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার। কোয়ার্টার ফাইনালে হুবার্ট হুরকাজের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিলেন বিশ্বের সেরা টেনিস তারকা। হারলেন ৩-৬, ৬-৭ (৪-৭), ০-৬-এ। হয়তো এটিই শেষ উিম্বলডন ফেডেরারের। এদিন দাঁড়াতেই পারলেন না হুবার্টের বিরুদ্ধে। না হলে এমন ফল অনভিপ্রেত ফেডারের কাছ থেকে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা ছিল। কিন্তু তাতেও শেষ পর্যন্ত ব্যর্থ হলেন তিনি। আর শেষ সেটে তো যেন উড়ে গেলেন। উচ্ছ্বসিত হুবার্ট কারণ নিজের আইডলকেই হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে পৌঁছলেন।