টি২০ র্যাঙ্কিংয়ে উঠলেন লোকেশ রাহুল, পৌঁছে গেলেন পাঁচ নম্বরে। অন্যদিকে নামলেন বিদায়ী অধিনায়ক বিরাট কোহলি। তিনি থামলেন আট নম্বরে। ভারতের টি২০ বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে লিগ পর্বেই। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছের হারের ধাক্কা থেকে আর ফেরা হয়নি। যদিও তার পর থেকে জয়ের স্বাদ পেয়েছে দল, ঘুরেও দাঁড়িয়েছিল কিন্তু তাঁদের ছাঁপিয়ে গিয়েছে বাকি দল। যার ফলে টি২০ বিশ্বকাপ চললেই দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তার মধ্যেই এই র্যাঙ্কিং ভারতের পারফর্মেন্সের ফাঁক ফোকড়গুলো আরও একবার সামনে এনে দেওয়ার জন্য যথেষ্ট।