বিতর্কীত অসম-মিজোরাম সীমান্তে সোমবার হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর তাতেই প্রান হারান অসমের ৬ জন পুলিশ অফিসার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বর্ডারে গুলি চলার খবর রয়েছে। যেটা অসমের কাছার জেলার অন্তর্গত এবং মিজোরামের কোলাসিব জেলা। সরকারি গাড়ির উপর আক্রমণ করা হয়। দু’দিন আগেই অমিত শা উত্তর-পূর্ব ভারতের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন শিলংয়ে। এদিন ঘটনার কথা জানার পর দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি দ্রুত মিটিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। টুইট যুদ্ধে জড়িয়ে পড়েন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাতে ট্যাগ করা হয় অমিত শাহ-কেও।